Coronavirus Cases Today: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা
Coronavirus Cases Today in India:কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এদিনের পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে মৃত্যু হয়েছে ২০১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪২।
Coronavirus Cases Today in India: দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের ২০০ পার করল। তবে গতদিনের তুলনায় কমল একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৬১, যা বিগত কিছু দিনের তুলনায় কিছুটা বেড়েছিল। সেখান থেকে ফের নিম্নমুখী হল দৈনিক সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এদিনের পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে মৃত্যু হয়েছে ২০১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪২। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯ জনের।
অতিমারি শুরুর পর থেকে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৫১ হাজার ৫৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৩ হাজার ৪৫০ জন। এরপর দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৬৯ হাজার ৮৯৭। সেইসঙ্গে এখনও পর্যন্ত দেশে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৭০ জন।
দেশে এখনও পর্যন্ত করোনা টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৭৮ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ২৪ লক্ষ ৮৪ হাজার ৪১২ টিকার ডোজ দেওয়া হয়েছে।
এ রাজ্যেও কমেছে করোনার প্রকোপ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩৯ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৫,৫৪৫ জন। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১,৭৭,৬ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি।
বুধবারের পরিসংখ্যানেও রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল শূন্য। যা কার্যত স্বস্তির। উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য দফতরের গতকালের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫৮ জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হল ১৯,৯২,৫৯১ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৮৯.৮৬ শতাংশ।