Delhi Coronavirus : দিল্লিতে পরপর ৩ দিন করোনায় একজনেরও মৃত্যু হয়নি
রবিবার বেশ স্বস্তির খবর দিল রাজধানী
নয়াদিল্লি : চারিদিকে মৃত্যু মিছিল, অবিরত জ্বলতে থাকা চিতা, অক্সিজেনের জন্য হাহাকার, হাসপাতালে বেড চেয়ে আত্মীয়দের কান্না, অ্যম্বুলেন্সে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেও চিকিতসা না মেলা - এই সব দৃশ্যই দেখেছে ভারতের রাজধানী শহর। কিন্তু রবিবার বেশ স্বস্তির খবর দিল রাজধানী। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার পর থেকে এই নিয়ে ১৩ টি দিন, একদিনে একজনেরও করোনায় মৃত্যু হল না রাজধানী দিল্লিতে।
স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, রবিবার টানা তৃতীয় দিন কোভিড-১৯ একজনেরও প্রাণ কাড়তে পারেনি। দৈনিক সংক্রমণের সংখ্যা মাত্র ২৪। এখম দিল্লিতে করোনায় পজিটিভ কেসের হার 0.0৪ শতাংশ।
অন্যদিকে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে করোনায় অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৪৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। সারাদেশে করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৩।
দেশে রবিবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮। এরইমধ্যে রবিবার অবধি করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন। শনিবার ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন।