Corona Cases India: স্বাধীনতা দিবসে দেশে স্বস্তি দিল সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু
বাড়ল সুস্থতার সংখ্যা। বেশ কিছুটা কমল মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ১২০ জন।
![Corona Cases India: স্বাধীনতা দিবসে দেশে স্বস্তি দিল সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু Coronavirus India reports 36,083 new COVID19 cases 493 deaths in the last 24 hours Corona Cases India: স্বাধীনতা দিবসে দেশে স্বস্তি দিল সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/e49d4b45c7108a7a5ed42c709c0ff577_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: দেশে দাপট অব্যাহত করোনার। শনিবার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকলেও স্বাধীনতা দিবসে কিছুটা স্বস্তি দেশে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জনের। বাড়ল সুস্থতার সংখ্যা। বেশ কিছুটা কমল মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ১২০ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ২২৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৯২ হাজার ৫৭৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬। করোনাকে জয় করে ৩৭ হাজার ৯২৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন।
আরও খানিকটা কমল রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। শনিবার প্রকাশিত রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭০৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৭, ৮৯০ জন। বুলেটিনের হিসেব অনুযায়ী ১৪ অগাস্ট রাজ্যে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১০,০৭৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৮৮, মৃত্যু ২ জনের। কলকাতায় একদিনে সংক্রমিত ৮২ জন, মৃত্যু একজনের। গত ২৪ ঘণ্টায় নদিয়ায় সংক্রমিত ৪০, মৃত্যু ৪ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭২১ জন।
তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভারত। করোনার তৃতীয় ধাক্কার অভিঘাতও কি দ্বিতীয়র মতোই ভয়ঙ্কর হবে, সেই চিন্তাই ঘুম কাড়ছে সকলের। এরই মধ্যে ভাবাচ্ছে শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়টিও। সেই কথা মাথায় রেখে রাজ্য ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছে। এবার রাজ্যের সব জেলা হাসপাতালকে চিঠি দিয়ে প্রস্তুতির নির্দেশ দিল নবান্ন। তৃতীয় ঢেউ মোকাবিলায় সব রকম পরিকাঠামো তৈরি রাখুন, নির্দেশ নবান্নর চিঠিতে। সেই সঙ্গে এও বলা হয়েছে, কোনওক্ষেত্রে পরিকাঠামোর অভাব থাকলে তা যেন অবিলম্বে সরকারকে জানানো হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)