Coronavirus India Cases: দৈনিক মৃত্যুতে বিশ্বে সর্বকালীন রেকর্ড ভারতের, গত ২৪-ঘণ্টায় দেশে আক্রান্ত ৩.৪৮ লক্ষ
আড়াই লক্ষ ছাড়াল দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা...
নয়াদিল্লি: ভারতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস। দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮।
এর আগে, মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ববর্তী ২৪-ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। সোমবারের পরিসংখ্যানে এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমিত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন।
শনিবারের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমিত হয়েছিলেন, ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জনের।
এর আগে, মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ববর্তী ২৪-ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। সোমবারের পরিসংখ্যানে এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৭৫৪ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় দৈনিক মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের।
শনিবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক মৃত্যু ছিল ৪ হাজার ১৮৭। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। মঙ্গলবারের হিসেব অনুযায়ী, সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫৬ হাজার ০৮২ জন।
অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার ৬৪২ জন।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ১৭.৫২ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।