Goa Curfew : দেশে কমল করোনা সংক্রমণ, তারই মধ্যে ২৩ অগাস্ট পর্যন্ত কার্ফু বাড়াল গোয়া
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জন।
পানাজি : দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। এরই মধ্যে গোয়ায় বাড়ল কার্ফুর মেয়াদ। ২৩ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল কড়াকড়ি।
২০২১ সালের মে মাসে প্রথম কার্ফু জারি করা হয়। তারপর বারবার বাড়ানো হয়েছে মেয়াদ। ধীরে ধীরে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হলেও গোয়ার বিখ্যাত ক্যাসিনো এখনও চালু হয়নি। এর আগে সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা অবধি দোকান ও মল খোলার অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে কড়াকড়ি শিথিল করা হয় আউটডোর স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম খোলা রাখার ক্ষেত্রেও। পার্লার ও সেলুনের ক্ষেত্রেও নিয়ম শিথিল হয়। ৫০ শতাংশ লোকজন নিয়ে জিম খোলা রাখাও শুরু হয়।
মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেন, গোয়াই দেশের প্রথম রাজ্য, যেখানে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজটি যোগ্য জনসংখ্যার ৯০ শতাংশকেই দেওয়া হয়ে গিয়েছে। তিনি আশা করেন, যে গতিতে ভ্যাকসিনেশন চলছে তাতে উপকূলীয় রাজ্যের বাসিন্দারা খুব শিগরিরিই প্রতিষেধক পেয়ে যাবেন সকলে। গোয়ার রাজধানী পানাজিতে একটি সরকারি অনুষ্ঠানে সবন্ত বলেন, "আমি গর্ব করে ঘোষণা করছি যে গোয়া তার যোগ্য জনসংখ্যার ৯০ শতাংশকে প্রথম ডোজ দিয়ে দিতে পেরেছে।" সেই সঙ্গে তিনি অতিমারী কালে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের কুর্নিস জানান।
গোয়ায় শনিবার নতুন ৮৮টি কোভিড -১৯ কেস ধরা পড়েছে। মৃত্যু হয়নি কারও।
দেশে করোনায় আজ দৈনিক আক্রান্ত কমল প্রায় ৯ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমল তিন হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪১৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭। যা ১৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন।