India Corona Update: ২০ হাজারের উপরেই দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্য়ুও
Coronavirus Update: জুন মাস থেকেই ফের দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। তার আগে একেবারে তলানিতে চলে গিয়েছিল দেশের কোভিড গ্রাফ। জুন থেকে তা আবার বাড়তে শুরু করেছে।
নয়াদিল্লি: ফের কুড়ি হাজারের উপরেই থাকল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। যা অবশ্য গতকালের চেয়ে সামান্য কম। যদিও উদ্বেগ বাড়িয়ে বেড়েছে কোভিড মৃত্যুর সংখ্যা।
জুন মাস থেকেই ফের দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। তার আগে একেবারে তলানিতে চলে গিয়েছিল দেশের কোভিড গ্রাফ। জুন থেকে তা আবার বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবারের বুলেটিনেই তা চলে যায় কুড়ি হাজারের উপর, শুক্রবারও প্রায় একই জায়গা থাকল দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা।
দেশের কোভিড গ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ১৩৯ জন।
- গত ২ ৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬০৪ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ১০ হাজার ২৭।
- দেশে এখন অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭৩।
- ভারতে এখন সংক্রমণ মুক্ত হওয়ার হার ৯৮.৪৮ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৯৪ জন।
চলছে টিকাকরণ:
সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ চলছে। চলছে নাবালকদের টিকাকরণও। ৬০ বছরের নীচে হলে এতদিন বিনামূল্যে টিকা মিলত না। সংক্রমণ গ্রাফ বাড়তে থাকলেও বুস্টার ডোজে অনীহা দেখা গিয়েছিল। তাই এবার বুস্টার ডোজে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। ১৫ জুলাই থেকে সারা দেশে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। কলকাতা পুরসভায় (KMC) ১৩৪টি কেন্দ্রে এদিন থেকে বিনামূল্যে (Free of Cost) বুস্টার ডোজ দেওয়া চলছে। ৯৯ টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ড (Covishield Vaccine) এবং ৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে কোভ্যাকসিন (Covaxin) মিলছে।
আরও পড়ুন: বুস্টার ডোজ দেওয়া শুরু কলকাতায়
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )