COVID-19 Crisis SC Hearing: 'অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন মানুষ', করোনা মামলার শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতির
রাজ্যে রাজ্যে লকডাউন জারি করার বিষয়ে সংশ্লিষ্ট হাইকোর্টের ক্ষমতার বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে
নয়াদিল্লি: দেশে অক্সিজেন সঙ্কট নিয়ে যখন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করছেন, ঠিক তখনই কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুতে বিঁধল সুপ্রিম কোর্ট। 'অক্সিজেনের অভাবে এখানে মানুষজন মারা যাচ্ছেন...', ঠিক এই ভাষাতেই দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি।
ভারতের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্যে রাজ্যে লকডাউন জারি করার বিষয়ে সংশ্লিষ্ট হাইকোর্টের ক্ষমতার বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে।
ভারতে ভয়ঙ্কর করোনা। দ্বিতীয় ঢেউ-এর ধাক্কায় বেসামাল কেন্দ্র থেকে রাজ্য। তার ওপর দেশজুড়ে শুরু হয়েছে অক্সিজেনের তীব্র সঙ্কট। দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করছে রোগীরা। গত কয়েকদিন ধরেই একাধিক রাজ্যের হাসপাতালগুলিতে চরম অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন মানুষ।' এই প্রথম নয়। গতকালের শুনানিতেও একই উদ্বেগ ধরা পড়েছিল প্রধান বিচারপতির মন্তব্যে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই অবস্থাকে জাতীয় জরুরি অবস্থার সমান বলে মন্তব্য করেন। এবিষয়ে জাতীয় পরিকল্পনা দেখতে চান বলেও জানিয়ে দেন তিনি।
মোদি সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে গতকাল বলেছিলেন, আমরা এ বিষয়ে একটি জাতীয় পরিকল্পনা দেখতে চাই। আমাদের চারটে বিষয় জানার আছে। সেগুলি হল, অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, টিকাকরণের পদ্ধতি ও পরিকল্পনা। এই অবস্থা জাতীয় জরুরি অবস্থার সমান।
প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে চলছে শুনানি। এই মামলায় আদালত-বান্ধবের ভূমিকায় অংশ নিয়েছিলেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। শুক্রবার তিনি এই মামলা থেকে অব্যাহতি চান। আদালত তা মঞ্জুর করে।
এদিকে, এদিনই দেশের অক্সিজেন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির সঙ্গে এই বৈঠকে গরহাজির মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে বৈঠকে আছেন মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিব। তবে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, গুজরাত, রাজস্থান, দিল্লি, পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা অংশ নিয়েছেন বৈঠকে।
দেশে করোনা পরিস্থিতি ও অক্সিজেন সঙ্কট নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন রাহুল গাঁধী। তিনি ট্যুইট করেন, করোনার কারণে অক্সিজেনের ঘাটতি হতে পারে। কিন্তু অক্সিজেন সরবরাহে ঘাটতি এবং আইসিইউ-র অভাবে অনেক রোগীর মৃত্যু হচ্ছে।