![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Covid-19 Vaccination : দেশে টিকাকরণের এক বছর পূর্ণ, "বিশ্বের সবথেকে সফল" কর্মসূচি বললেন স্বাস্থ্যমন্ত্রী
Covid-19 Vaccination : গত বছর আজকের দিনেই দেশব্য়াপী করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এই এক বছরে ভারতে ১৫৬.৭৬ কোটি ডোজ টিকাকরণ হয়েছে
![Covid-19 Vaccination : দেশে টিকাকরণের এক বছর পূর্ণ, Covid-19 Vaccination drive completes one year in India, 'most successful in the world', says Mansukh Mandaviya Covid-19 Vaccination : দেশে টিকাকরণের এক বছর পূর্ণ,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/06/5f683bdf41a6b406d96a0d0407675617_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : করোনা টিকাকরণ (Corona Vaccination) কর্মসূচির আজ এক বছর পূর্তি । দীর্ঘ এই উদ্যোগকে "বিশ্বের সবথেকে সফল" কর্মসূচি বলে অভিহিত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পাশাপাশি তিনি স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।
ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) লিখেছেন, বিশ্বের সবথেকে বড় টিকাকরণ কর্মসূচির আজ এক বছর পূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে শুরু হওয়া ও প্রত্যেকের ঐকান্তিক চেষ্টায় এটি বিশ্বের সবথেকে সফল টিকাকরণ কর্মসূচি। সব স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং দেশবাসীকে অভিননন্দন জানাই।
আরও পড়ুন ; আরও ভয়ঙ্কর দেশের করোনা পরিস্থিতি, দৈনিক আক্রান্ত পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই
গত বছর আজকের দিনেই দেশব্য়াপী করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এই এক বছরে ভারতে ১৫৬.৭৬ কোটি ডোজ টিকাকরণ হয়েছে। প্রথমে স্বাস্থ্যকর্মী, পরে ফ্রন্টলাইন ওয়ার্কার, এর পরের ধাপে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা দেশবাসী এবং কোমর্বিডিটি থাকা ৪৫ বছরের বেশি বয়স্কদের টিকাকরণ হয়। পরে ৪৫-এর বেশি সকলের, ১৮ বছরের বেশি বয়স্ক সকলের টিকাকরণ শুরু হয়। এর পরের ধাপে সম্প্রতি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে গত ৩ জানুয়ারি থেকে। এরপর ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার ও ৬০ ঊর্ধ্বদের সাবধানতামূলক ডোজ দেওয়া শুরু হয়েছে।
এদিকে তৃতীয় ঢেউয়ের (Third Wave) ধাক্কায় দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্ত বেড়ে পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩। অর্থাৎ গতকালের তুলনায় আজ ২ হাজার ৩৬৯ জন বেশি আক্রান্ত। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)