Rajnath Singh: 'দরিদ্র, বঞ্চিতদের কল্যাণে কাজ করে চলেছেন' দ্রৌপদীকে জয়ের শুভেচ্ছা রাজনাথের
এদিন ফলাফল ঘোষণার পর রাজনাথ সিংহ জানান, 'তিনি গ্রাম, দরিদ্র, বঞ্চিতদের কল্যাণে কাজ করে চলেছেন। তাঁদের মাঝে থেকেই তিনি আজ সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছেছেন। এটি ভারতের গণতন্ত্রের শক্তির প্রমাণ'।
নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রৌপদী মুর্মু। তাঁকে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ দিন ফলাফল ঘোষণার পর রাজনাথ সিং ট্যুইটে লেখেন, 'তিনি গ্রাম, দরিদ্র, বঞ্চিতদের কল্যাণে কাজ করে চলেছেন। তাঁদের মাঝে থেকেই তিনি আজ সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছেছেন। এটি ভারতের গণতন্ত্রের শক্তির প্রমাণ'।
राष्ट्रपति चुनाव में प्रभावी जीत दर्ज करने के लिए श्रीमती द्रौपदी मुर्मू जी को बधाई। वे गाँव, गरीब, वंचितों के साथ-साथ झुग्गी-झोपड़ियों में भी लोक कल्याण के लिए सक्रिय रहीं हैं।आज वे उनके बीच से निकल कर सर्वोच्च संवैधानिक पद तक पहुँची हैं।यह भारतीय लोकतंत्र की ताक़त का प्रमाण है।
— Rajnath Singh (@rajnathsingh) July 21, 2022
বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, বিরোধী দলগুলির ১৭ জন সাংসদ এনডিএ প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন। একইভাবে ক্রস ভোটিং করেছেন বিভিন্ন রাজ্যের ১০৪ জন বিধায়ক। সর্বাধিক ক্রস ভোটিং হয়েছে অসমে।
ইঙ্গিত যা ছিল, তাই হল। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। বিরোধী পক্ষের প্রার্থী যশবন্ত সিন্হাকে বড় ব্যবধানে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। সম্ভাবনার থেকেও বিপুল বেশি ভোট পেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দেশের সমস্ত সাংসদ ও বিধায়করা।
श्रीमती द्रौपदी मुर्मू जी से भेंट करके उन्हें भारत की राष्ट्रपति के रूप में निर्वाचित होने की बधाई दी। pic.twitter.com/XOFWfwJGIK
— Rajnath Singh (@rajnathsingh) July 21, 2022
দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ অন্যদিকে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য মাত্র ২ লক্ষ ৬১ হাজার ৬২। সূত্রের খবর, বিরোধী দলগুলির ১৭ জন সাংসদ এনডিএ প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন। বিভিন্ন রাজ্যের ১০৪ জন বিধায়ক ক্রস ভোটিং করেছেন এরমধ্যে বিহারে ৬, অসমে ২২, ছত্তীসগঢ়ে ৬, গুজরাতে ১০, ঝাড়খণ্ডে ১০