UP Polls 2022: ট্রাকে বোঝাই থরে থরে বাক্স, গণনার আগে দেদার ইভিএম চুরির অভিযোগ, যোগীকে আক্রমণ অখিলেশের
UP Polls 2022: মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে যোগী সরকারের বিরুদ্ধে ইভিএম চুরির অভিযোগ তোলেন অখিলেশ।
লখনউ: দু’দিনের মাথায় ফলাফল প্রকাশ। তার আগে ইভিএম চুরির অভিযোগে তপ্ত উত্তরপ্রদেশের রাজনীতি। বারাণসীর ভোটগণনা কেন্দ্র থেকে গাড়িতে বোঝাই করে ইভিএম সরিয়ে ফেলা হচ্ছে এবং উত্তরপ্রদেশ সরকারের নির্দেশেই ইভিএম চুরি হচ্ছে বলে অভিযোগ তুললেন যোগী আদিত্যনাথের মুখ্য প্রতিদ্বন্দ্বী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার আগে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে সেখানে। তার মধ্যেই ট্রাকে চাপিয়ে ইভিএম বোঝাই করে নিয়ে যাওয়ার ভূরি ভূরি ভিডিও উঠে এসেছে নেটমাধ্যমে। কোথাও আবার ইভিএম-এ নজর রাখতে গাড়ির মাথায় দূরবীক্ষণ যন্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে নেতাকে।
A big conspiracy to change EVM was caught in Banaras
— Arunkatari (@arunkatari2) March 8, 2022
BJP is losing pic.twitter.com/VUNclQoXuO
আরও পড়ুন: Mild Covid 19: মৃদু উপসর্গের কোভিডেও ক্ষতি মস্তিষ্কের? নয়া তথ্য গবেষণায়
এমন পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে যোগী সরকারের বিরুদ্ধে ইভিএম চুরির অভিযোগ তোলেন অখিলেশ। তিনি বলেন, ‘‘বারাণসীতে একটি ট্রাক ধরতে পেরেছি আমরা। অন্য দু’টি ট্রাক পালিয়েছে। কোনও গোলমালই যদি না থাকবে, ট্রাক দু’টি পালাল কেন? প্রার্থীদের সম্মতি ছাড়া ইভিএম সরানো বেআইনি। আমাদের কাছে খবর রয়েছে যে, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জেলাশাসকদের ফোন করে যেখানে যেখানে বিজেপি-র হারের ভয় রয়েছে, সেখানে গণনা ধীরগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। এখন তো হাতেনাতে ইভিএম চুরিই ধরা পড়ছে।’’
वाराणसी में EVM पकड़े जाने का समाचार उप्र की हर विधानसभा को चौकन्ना रहने का संदेश दे रहा है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) March 8, 2022
मतगणना में धांधली की कोशिश को नाकाम करने के लिए सपा-गठबंधन के सभी प्रत्याशी और समर्थक अपने-अपने कैमरों के साथ तैयार रहें।
युवा लोकतंत्र व भविष्य की रक्षा के लिए मतगणना में सिपाही बने!
২০১৭ সালে ৫০টি আসনে বিজেপি ৫ হাজারেরও কম ভোটের ব্যবধানে জিতেছিল। তাই আগেভাগে বন্দোবস্ত করে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন অখিলেশ। কিন্তু বারাণসীর জেলাশাসক কৌশল রাজের দাবি, নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হয়েছে, সেগুলি গণনাকেন্দ্রেই তালাবন্ধ রয়েছে। সিআরপিএফ জওয়ানরা পাহারায় রয়েছেন, রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিও। যেগুলি ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলি বাড়তি ইভিএম, প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেন জেলাশাসক। কিন্তু বিরোধীরা সেই দাবি মানতে নারাজ। ইভিএম চুরি রুখতে জায়গায় জায়গায় পাহারা বসাতে দলের কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।