![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Election Results Winners List Live : গোরক্ষপুর সদর থেকে ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ
Election Results 2022 Winners List Live : কোন প্রার্থী জিতে নিলেন কোন আসন ? দেখে নিন প্রতি মুহূর্তের আপডেটে .....
LIVE
![Election Results Winners List Live : গোরক্ষপুর সদর থেকে ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ Election Results Winners List Live : গোরক্ষপুর সদর থেকে ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/3f837d39f9c16dbdaef5182ad93591c4_original.jpg)
Background
নয়া দিল্লি : আজ, ১০ মার্চ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), পাঞ্জাব (Punjab), মণিপুর (Manipur), উত্তরাখণ্ড (Uttarakhand) ও গোয়ায় (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (Assembly Election Result)। কোন রাজ্যে কোন দল হাসবে শেষ হাসি ? তা জানা যাবে আজ। সেদিকে তো গোটা দেশের নজর থাকবেই, তার পাশাপাশি কারা জিতে নিলেন কোন আসন সেদিকেও নজর থাকবে সকলের। একনজরে দেখে নেওয়া যাক- নজরকাড়া প্রার্থীদের তালিকা...
- কেশবপ্রসাদ মৌর্য : উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। সিরাথু কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। ২০১২ সালে প্রথম বিজেপির হয়ে এই আসনে জেতেন তিনি।
- চন্দ্রশেখর আজাদ : গোরক্ষপুর (আর্বান) আসন অন্যতম নজরকাড়া। এখানে দাঁড়িয়েছেন আজাদ সমাজ পার্টির সভাপতি ও ভিম আর্মির সুপ্রিমো চন্দ্রশেখর আজাদ। এই আসনে প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- যোগী আদিত্যনাথ : গোরক্ষপুর আসনে বিজেপির প্রার্থী যোগী আদিত্যনাথ। ত্রিভুবন নারায়ণ সিংহ-র পর তিনি এই জেলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে গোরক্ষপুরের সাংসদ থেকেছেন যোগী। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসার আগে পর্যন্ত।
- অখিলেশ যাদব : উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদব এবার মইপুরী জেলার কারহাল কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। চোখ থাকবে তাঁর কেন্দ্রের দিকে। এই কারহাল কেন্দ্রটি মুলায়ম সিংহ যাদবের নির্বাচনী সংসদ ক্ষেত্র মইপুরীর অন্তর্ভুক্ত।
- আজম খান : সপার টিকিটে লড়েছেন আজম খান। তাঁর রামপুর আসনের দিকেও নজর থাকবে। রামপুরের সাংসদ আজম খান একাধিক অভিযোগে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে জেলবন্দী। যদিও গত মঙ্গলবার জমি দখল মামলায় তাঁর জামিন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট।
- প্রকাশ সিংহ বাদল : অন্যদিকে, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের পৃষ্ঠপোষক প্রকাশ সিংহ বাদল লড়েছেন লম্বি আসন থেকে। ৯৪ বছরের বর্ষীয়ান এই রাজনীতিক এবার জিতলে ষষ্ঠবার বিধায়ক হবেন।
- ভগবন্ত সিংহ মান : ভগবন্ত সিংহ মানকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়েছে আম আদমি পার্টি। প্রাক্তন এই কমেডিয়ান দ্য গ্রেট ইন্ডিয়ান লাফ্টার চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন। যেখানে বিচারক ছিলেন সিধু।
- নভজ্যোৎ সিংহ সিধু : নজর থাকবে নভজ্যোৎ সিংহ সিধুর দিকেও। বিজেপিতে রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও, এখন কংগ্রেসে প্রাক্তন এই ক্রিকেটার। কপিল শর্মার শো ছাড়ার পর টেলিভিশনে আর মুখ দেখাননি সিধু।
- অমরিন্দর সিংহ : অন্যদিকে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর তিনি পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেন। কংগ্রেসে থাকালীন সিধুর কট্টর সমালোচক ছিলেন। যা পরে বাকযুদ্ধে পরিণত হয়েছিল।
- চরণজিৎ সিংহ চান্নি : পাঞ্জাবের অন্যতম দলিত নেতা চরণজিৎ সিংহ চান্নি। এর পাশাপাশি তিনি এই রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রীও। অমরিন্দর সিংহের প্রস্থানের পর কংগ্রেস তাঁকে বেছে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।
-
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত লালকুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
Uttarakhand Election Result 2022 : উত্তরাখণ্ডে জয়ী বিজেপি প্রার্থী রিতু খান্দুরি ভূষণ
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিসি খান্দুরির মেয়ে বিজেপি প্রার্থী রিতু খান্দুরি ভূষণ ৩৬৮৭ ভোটের ব্যবধানে জয় পেলেন কোটদারি বিধানসভা কেন্দ্রে।
Manipur Election Result 2022: মণিপুরে বিজেপির সরকার গড়া নিশ্চিত
গোয়া ও মণিপুরে বিধানসভা ত্রিশঙ্কু হলেও, বিজেপির সরকার গড়া নিশ্চিত।
UP Election Result 2022 : উত্তরপ্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস
প্রিয়ঙ্কা গান্ধীর মাটি কামড়ে লড়াইয়ের পরও, উত্তরপ্রদেশে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না কংগ্রেস। উল্টে গতবারের চেয়েও আসন কমে গেল তাঁদের।
UP Election Result 2022 : নয়দা থেকে জয়ী রাজনাথ পুত্র পঙ্কজ সিংহ
উত্তরপ্রদেশ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী রাজনাথ-পুত্র। নয়ডা থেকে রেকর্ড ভোটে জয়ী রাজনাথ-পুত্র পঙ্কজ সিংহ। নয়ডা বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৮১ হাজারেরও বেশি ভোটে জয়।
Uttarakhand Election Result 2022 : জালালাবাদে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী আপের প্রার্থী
জালালাবাদে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী আপের জগদীপ কম্বোজ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)