EPFO e-Passbook: পিএফ অ্যাকাউন্টে কত সুদ এল ? জানেন কীভাবে ডাউনলোড করতে পারবেন ই-পাসবুক ?
EPFO Update: আপনিও যদি একজন ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে কাজে লাগবে এই খবর। শীঘ্র্ই আর্থিক বছরের সুদ PF অ্যাকাউন্টে জমা করবে সরকার।
EPFO Update: আপনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে আপনার বেতনের একটি অংশ জমা পড়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে। অবসর গ্রহণের পর এই জমা অর্থ পেয়ে যান অ্যাকাউন্ট হোল্ডার। কোনও কারণে 60 বছরের আগে অ্যাকাউন্টধারকের মৃত্যু হলে জমা অর্থ পেয়ে যান নমিনি।
EPFO e-Passbook: এতে পাবেন দারুণ সুবিধা
আপনিও যদি একজন ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে কাজে লাগবে এই খবর। শীঘ্র্ই আর্থিক বছরের সুদ PF অ্যাকাউন্টে জমা করবে সরকার। এই পরিস্থিতিতে সহজ উপায় না জানা থাকলে পিএফ অ্যাকাউন্টের জমার পরিমাণ জানতে ইপিএফও-র কাছে যেতে হবে অ্যাকাউন্টহোল্ডারদের। তবে এখন বদলে গিয়েছে পরিস্থিতি। দেশে ডিজিটাল ইন্ডিয়ার দিকে নজর দিয়েছে মোদি সরকার। সেই ক্ষেত্রে অনলাইনে দেখা যাচ্ছে সব জমার পরিমাণ।
এখন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা টাকার বিষয়ে জানতে অফিসে যাওয়ার দরকার নেই। ঘরে বসে ই-পাসবুক ডাউনলোড করে অ্যাকাউন্টে জমা টাকা ও সুদের পরিমাণ জানতে পারবেন। জেনে নিন কীভাবে ই-পাসবুক (EPF ই-স্টেটমেন্ট) ডাউনলোড করে জেনে নিতে পারবেন জমার পরিমাণ।
কীভাবে EPF পাসবুক ডাউনলোড করবেন ?
১ EPF পাসবুক ডাউনলোড করতে প্রথমে EPFO-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp৷
২ এর পরে আপনি UAN নম্বর পাসওয়ার্ড ও ক্যাপচা লিখুন।
৩ এবার লগইন অপশনে ক্লিক করুন।
৪ এখন আপনি যদি পাসবুক দেখতে চান তাহলে মেম্বার আইডি নির্বাচন করুন।
৫ এখানে EPF পাসবুকটি দেখতে পাবেন। এতে ক্লিক করে পাসবুকটি PDF আদলে ডাউনলোড করতে পারবেন।
৬ পাসবুক ডাউনলোড করার সময় মনে রাখবেন, আপনি এক্সেম্পটেড পিএফ ট্রাস্টের পাসবুক দেখতে পারবেন না। কেবল কোম্পানির এই বিষয়ে দেখার অধিকার আছে।
আরও পড়ুন : Salary Hike: সরকারি কর্মচারীরা পাবেন উপহার! সরকার নিতে পারে এই সিদ্ধান্ত