Fitch : যুদ্ধের প্রভাব অর্থনীতিতেও, আগামী আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার কমবে, পূর্বাভাস ফিচ-এর
জ্বালানির অতিরিক্ত দাম বৃদ্ধির কারণেই এমনটা ঘটবে বলে ফিচের ভবিষত্বাণী।
নয়াদিল্লি : ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব এবার পড়তে চলেছে ভারতের অর্থনীতিতেও। আন্তর্জাতিক আর্থিক সমীক্ষক সংস্থা ফিচ জানিয়েছে, আগামী আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় কমবে। জ্বালানির অতিরিক্ত দাম বৃদ্ধির কারণেই এমনটা ঘটবে বলে ফিচের ভবিষত্বাণী।
'আর্থিক বৃদ্ধি ব্যাহত হবে'
মঙ্গলবার রেটিং এজেন্সি ফিচ তাদের রিপোর্টে জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানীর মূল্যবৃদ্ধি ঘটবে। আর তারই প্রতিফলন ঘটবে বিশ্ব অর্থনীতিতে । আগামী অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধি প্রত্যাশা মতো হবে না বলেই পূর্বাভাস রিপোর্টে। বলা হয়েছে আগামী অর্থবছরে ভারতের GDP growth ১০.৩ শতাংশ থেকে কমে ৮.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস।
Rating agency Fitch এর মতে, করোনা পরবর্তী ধাক্কায় প্রভাব বিস্তার করেছে সরবরাহে। তার ফলে আর্থিক বৃদ্ধি ব্যাহত হবে এবং মুদ্রাস্ফীতি ঘটাবে।
রাশিয়া বিশ্বের প্রায় ১০ শতাংশ জ্বালানী সরবরাহ করে, যার মধ্যে ১৭ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ১২ শতাংশ তেল রয়েছে। "তেল ও গ্যাসের দামে লাফ শিল্পের খরচে যোগ করবে এবং উপভোক্তাদের প্রকৃত আয় কমিয়ে দেবে... " ধারণা ফিচ-এর। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও।
এই রিপোর্টে দাবি, "তথ্য ও পরিসংখ্যান বলছে, ভারতীয় অর্থনীতি ওমিক্রনের প্রভাব থেকে বেরিয়ে এসেছে। ওমিক্রনের জন্য দেশের অর্থনীতিতে সামান্যই ক্ষতি হয়েছে।। ২০২০ এবং ২০২১ সালের দুটি করোনভাইরাস তরঙ্গের থেকে এই ক্ষতি যথেষ্টই কম"।
আরও পড়ুন :
ইউক্রেনে জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে রাশিয়া, দাবি বাইডেনের
দেশে বাড়ল জ্বালানীর দাম :
৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম হল ৯৭৬ টাকা! কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১০৫ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ৯০ টাকা ৬২ পয়সা। সাড়ে চার মাস পর ফের দাম বাড়ল তেলের।