Goa Polls 2022: বাবার ছেড়ে যাওয়া আসন থেকে বাদ, ক্ষুব্ধ মনোহরপুত্র উৎপল, গোয়ায় অস্বস্তিতে বিজেপি
Goa Polls 2022: গোয়ার রাজনীতিতে সক্রিয় থাকাকালীন বরাবর পানাজি পছন্দের আসন ছিল প্রয়াত পর্রীকরের। দু’বছর আগে এই পানাজিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পানাজি: বাবার কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর প্রশ্ন নেই বলে আগেই জানিয়েছিলেন দলকে। তার পরেও বিজেপি (BJP) এবং গোয়ায় (Goa Polls 2022) তাদের নির্বাচনী পর্যবেক্ষক দেবেন্দ্র ফড়নবীসের (Devendra Fadnanavis) পছন্দের তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের (Manohar Parrikar) ছেলে উৎপল পর্রীকর (Utpal Parrikar)। তাঁর জায়গায় পানাজি আসন থেকে আন্তাসিও ‘বাবুশ’ মঁসেরাতেকে (Atanasio Babush Monserrate দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
গোয়ার রাজনীতিতে সক্রিয় থাকাকালীন বরাবর পানাজি পছন্দের আসন ছিল প্রয়াত পর্রীকরের। দু’বছর আগে এই পানাজিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার আসনেই যে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, ইতিমধ্যে একাধিক বার প্রকাশ্যে তা জানিয়েছেন উৎপল। কিন্তু গোয়ার যে প্রার্থী তালিকা এখনও পর্যন্ত সামনে এনেছে বিজেপি, তাতে পানাজি থেকে প্রার্থী করা হয়েছে মঁসেরাতেকে।
দলের এই সিদ্ধান্ত যে তাঁর মনঃপুত হয়নি, তা নিয়ে কোনও লুকোছাপা করেননি উৎপল। পরিষ্কার ভাষায় দলের উদ্দেশে প্রশ্ন ছুডে় দিয়েছেন তিনি, ‘‘প্রয়াত মনোহর পর্রীকর যে আসনে প্রতিনিধিত্ব করতেন, সেখানে এক জন অপরাধীকে দাঁড় করােব বিজেপি?’’ বিজেপি-র তরফে যদিও উৎপলকে বোঝানোর চেষ্টা চলছে। কিন্তু অন্য কোনও আসনে দাঁড়ানোর প্রশ্ন ওঠে নে বলে সাফ জানিয়ে দিয়েছেন উৎপল। সে ক্ষেত্রে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে? জাববে উৎপল বলেন, ‘‘শীঘ্রই আমার অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেব।’’
তিন-তিন বার গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন পর্রীকর। গোয়ায় বিজেপি-র স্তম্ভ বলা হতো তাঁকে। দীর্ঘ ২৫ বছর পানাজি আসনটি তাঁর দখলে ছিল। ২০১৯ সালে পর্রীকরের মৃত্য়ুর পর উপ নির্বাচনে ওই আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন মঁসারেতে। পরে বিজেপি-তে চলে যান তিনি। তাই কোনও ভাবে তাঁকে চটাতে চাইছে না গেরুয়া শিবির।
আবার একে পর্রীকেরর ছেলে, তার উপর ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উৎপল যুব নেতাদের মধ্যে জনপ্রিয়। তিনি নিজে তো বটেই, তাঁর সমর্থকরাও পানাজি আসনটি দাবি করে আসছেন।এ নিয়ে দফায় দফায় দলের নেতাদের কাছে সুপারিশও করতে দেখা গিয়েছে উৎপল এবং তাঁর সমর্থকদের। কিন্তু গোয়ায় বিজেপি-র নির্বাচনী পর্যবেক্ষক ফড়নবীসের সাফ বক্তব্য, ‘‘গোয়ায় বিজেপি-কে প্রতিষ্ঠা করতে অনেক পরিশ্রম করেছেন মনোহর পর্রীকর, কিন্তু মনোহর পর্রীকর বা কোনও বড় নেতার ছেলে হলেই তাঁকে নির্দিষ্ট আসনটি দিয়ে দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই বিজেপি-র। কাজ করলে তবেই ফল মিলবে।’’
যদিও ফড়নবীসের দাবি নিয়ে প্রশ্ন উঠছে বিজেপি-র অন্দরেই। কারণ মঁসারেতেকে পানাজির টিকিট দেওয়ার পাশাপাশি, তাঁর স্ত্রী জেনিফারকে তালেইগাও থেকে এবং গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানের স্ত্রী দিব্যাকে তাঁরই শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে পোরিনের টিকিট দিয়েছে বিজেপি। সে ক্ষেত্রে পরিবারতন্ত্রের কথা মাথায় এল না কেন প্রশ্ন তুলছেন উৎপলের সমর্থকরা। তাতে দলের অন্দরেই অস্বস্তি বাড়ছে বিজেপি-র।