Goa Poll 2022: এবার কি গোয়াতেও ধাক্কা খেতে চলেছে বিজেপি? ক্ষোভের সুর পর্রীকরের ছেলের গলায়
Manohar Parrikar son Utpal Parrikar:উৎপল পানাজি আসনে নিজের দাবি জোরদার করেছেন । কিন্তু বিজেপির পক্ষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে, ওই আসনের বিধায়ক আতনাসিও মোনসোরেটের টিকিট কীভাবে কাটা যায়।
Manohar Parrikar son Utpal Parrikar: ঘোষিত হয়ে গিয়েছে গোয়া বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। তার আগে থেকেই গোয়ার রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর তৎপরতা। শাসক থেকে বিরোধী শিবির-রণকৌশল সাজিয়ে নিতে ব্যস্ত। এরইমধ্যে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল পর্রীকরের সঙ্গে রাজ্য বিজেপির সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আর এই সংঘাতের আশঙ্কার মূলে রয়েছে পানাজি বিধানসভা আসন। গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত দেবেন্দ্র ফড়নবীশের উৎপল পর্রীকরকে নিয়ে মন্তব্যের পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের গলায় শোনা যাচ্ছে ক্ষোভের সুর। আর এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে গেছে, উত্তরপ্রদেশের পর এবার কি গোয়াতেও ভোটের আগে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি ?
উৎপল পানাজি আসনে নিজের দাবি জোরদার করেছেন । কিন্তু বিজেপির পক্ষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে, ওই আসনের বিধায়ক আতনাসিও মোনসোরেটের টিকিট কীভাবে কাটা যায়। পানাজির বর্তমান বিজেপি বিধায়কের জনপ্রিয়তা রয়েছে এবং সেইসঙ্গে তাঁর প্রভাব বেশ রয়েছে বলে মনে করা হয়। এই সমস্যার মধ্যেই উৎপল পর্রীকরের ক্ষোভ সম্পর্কে প্রশ্নের উত্তরে দেবেন্দ্র ফড়নবীশ আকারে-ইঙ্গিতে উৎপলকে অপেক্ষা করা ও ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছিলেন।
উৎপল মাস দুয়েক আগে থেকেই পানাজি আসনে প্রচার শুরু করে দিয়েছিলেন। কিন্তু দেবেন্দ্র ফড়নবীশ ভোটের টিকিট দেওয়ার ক্ষেত্রে উপেক্ষার ইঙ্গিত দেওয়ার এক দিন পর উৎপল বিবৃতি জারি করে বিজেপিকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন।
উৎপল বিজেপির কাছে প্রশ্ন তুলে বলেছেন, দল কি সততা ও চরিত্রে বিশ্বাস করে না ? উৎপলের বক্তব্য, অপরাধমূলক কাজকর্মে জড়িত ব্যক্তি ভোটে লড়াই করতে চায়। কিন্তু মনোহর পর্রীকরের সঙ্গে যাঁরা কাজ করেছেন, এমন সমস্ত ছোট ও বড় নেতা আমার সঙ্গে রয়েছেন।
দল তাঁকে টিকিট না দিলে উৎপল কী পদক্ষেপ নেবেন, তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে আগামী ১৭ জানুয়ারি তিনি সিদ্ধান্ত নিতে পারেন বলে খবর। প্রশ্ন উঠছে, তিনি কি অন্য কোনও দলের টিকিটে পানাজি আসন থেকে ভোটে লড়বেন? সূত্রের খবর, উৎপলের সঙ্গে গোয়া ফরওয়ার্ড পার্টির কথাবার্তা চলছে। ভোটের আগে উৎপল দল বদল করলে স্বাভাবিকভাবেই তা হবে বিজেপির পক্ষে বড়সড় একটা ধাক্কা হতে পারে। সূত্রের খবর, গোয়ার বিধানসভা নির্বাচনে ৪০ আসনের জন্য রাজ্য বিজেপির পক্ষ থেকে ৩৮ জনের নাম দলের কেন্দ্রীয় নির্বাচন সমিতির কাছে পাঠানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।