Gujarat Floods: রাস্তায় জলের স্রোত, দড়ি ছুড়ে উদ্ধার দুশো পড়ুয়া
Flood Situation: বিধ্বংসী বন্যায় তছনছ হয়েছে অসম। বন্যার ধাক্কায় তথৈবচ অবস্থা হয়েছিল মেঘালয়েরও। এবার বন্যা পরিস্থিতির ভয়াল রূপ দেখে যাচ্ছে দেশের পশ্চিমের রাজ্যে।
গাঁধীনগর, গুজরাত: মাত্র কয়েকদিন আগেই দেশের উত্তর-পূর্বে ভয়াবহ বন্যা (Flood) দেখা গিয়েছে। বিধ্বংসী বন্যায় তছনছ হয়েছে অসম। বন্যার ধাক্কায় তথৈবচ অবস্থা হয়েছিল মেঘালয়েরও। এবার বন্যা পরিস্থিতির ভয়াল রূপ দেখে যাচ্ছে দেশের পশ্চিমের রাজ্যে। মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশে প্রবল বর্ষণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তার মধ্যে গুজরাতের অবস্থা বেশ ভয়াবহ।
বিপদে স্কুল:
প্রবল বর্ষণে বিপর্যয়। গুজরাতের (Gujarat) আনন্দে জল বইতে থাকা স্কুল থেকে ২০০ জন পড়ুয়াকে উদ্ধার করলেন স্থানীয়রা। স্কুলের পাশেই বড় জলাশয়। সেই জলাশয়ের জল উপছে রাস্তা ডুবে যায়। স্কুলেই আটকে পড়ে প্রাথমিকের ২০০ জন পড়ুয়া। এদিকে জল তখন ক্রমেই বাড়তে শুরু করছে। প্রবল বেগে জলস্ত্রোত বইছে রাস্তার ওপর দিয়ে। সেই সময় আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরা দড়ি ছুড়ে দেন স্কুলের দরজায়। সেই দড়ি ধরে কোনওরকমে রাস্তা পেরোয় পড়ুয়ারা।
কোথায় চিন্তা:
বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে গুজরাতে। সেই কারণেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাজ্যের একাধিক বাঁধের অবস্থা উদ্বেগে রেখেছে প্রশাসনকে। উপচে পড়ছে নদী। সরকারি সূত্রের খবর, গুজরাতের একাধিক এলাকা বন্যাপ্রবণ। কারণ একাধিক গুরুত্বপূর্ণ নদী সমুদ্রে মেশার আগে বিশাল পরিমাণ সমতল ভূমির উপর দিয়ে বয়ে গিয়েছে। নদী অববাহিকার এই অংশ বন্যাপ্রবণ। বৃষ্টির কারণে নদী উপচে পড়লে বিশাল এই এলাকা বানভাসি হয়ে যায়।
এর আগে বন্যার বিপদ:
গুজরাতে বন্যা পরিস্থিতি নতুন নয়। এরা আগেও বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে বানভাসি হয়েছিল পশ্চিমের এই রাজ্য। ২০১৭ সালে অতিরিক্ত বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে একাধিক মৃত্যুও ঘটেছিল।
এবার গুজরাতের পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়। তার জন্য প্রথম থেকেই পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। মোতায়েন হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নজর রাখা হচ্ছে বন্যা পরিস্থিতির উপর।
আরও পড়ুন: বলিউডে মাদক জোগানে একযোগে ষড়যন্ত্র, ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র