![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sushant Singh Rajput Story: বলিউডে মাদক জোগানে একযোগে ষড়যন্ত্র, ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র
NCB Proposes Draft Charge Against 35 People: শান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর পর বলিউডের মাদকযোগ নিয়ে এনসিবি যে তদন্ত করছে, তাতে ৩৫ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর খসড়া চার্জ আনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বলিউড ও সমাজের উচ্চবিত্ত অংশে মাদক পৌঁছে দিতে ওই ৩৫ জন নিজেদের মধ্যে ষড়যন্ত্র করতেন, এমনই বলা হচ্ছে প্রস্তাবিত চার্জে।
![Sushant Singh Rajput Story: বলিউডে মাদক জোগানে একযোগে ষড়যন্ত্র, ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র Accused Abetted Sushant Singh Rajput To Extreme Drug Addiction Says NCB In Draft Charge Sushant Singh Rajput Story: বলিউডে মাদক জোগানে একযোগে ষড়যন্ত্র, ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/13/9561fb72c9ec275abdc1bd600fdc9bd41657681069_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: খসড়া চার্জে 'বিস্ফোরক' দাবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (ncb)। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) রহস্যমৃত্যুর (death) পর বলিউডের (bollywood) মাদকযোগ (drug) নিয়ে এনসিবি যে তদন্ত করছে, তাতে ৩৫ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর খসড়া চার্জ (draft charge) আনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বলিউড ও সমাজের উচ্চবিত্ত অংশে মাদক পৌঁছে দিতে ওই ৩৫ জন নিজেদের মধ্যে ষড়যন্ত্র করতেন, এমনই বলা হচ্ছে প্রস্তাবিত চার্জে।
প্রস্তাবিত চার্জে কী দাবি?
এতেই শেষ নয়। ২০১৮ থেকে প্রয়াত বলি-তারকা সুশান্তের কাছে মাদক পৌঁছে দেওয়া হত বলেও বলা রয়েছে ওই খসড়া চার্জে। সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি-সহ অভিযুক্তেরা ২০২০ সালেও তারকার জন্যই মাদক জোগাড় করেছিলেন বলে প্রস্তাবিত চার্জে দাবি এনসিবি-র। অভিনেতার 'চরম মাদকাসক্তি'তৈরির নেপথ্য়ে এগুলোই, সম্ভাব্য সংযোজন তদন্তকারী সংস্থার।
রিয়া, শৌভিক, সিদ্ধার্থ ও আর কে?
এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় ওই ৩৫ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ আনতে খসড়া জমা দিয়েছে এনসিবি। অভিযুক্তদের তালিকায় অন্যতম সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং প্রয়াত অভিনেতার দুই স্টাফ। অভিযোগ, এঁরাই সুশান্তের জন্য মাদক জোগাড় করতেন। এনসিবি-র দাবি, ২০২০ সালে হয় অভিনেতার নিজের অথবা রিয়ার কথায় মাদক আসত। রিয়া নিজেও বেশ কয়েক বার গাঁজার ডেলিভারি নিয়ে সুশান্তের হাতে তুলে দিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিও মাদক জোগাড় করতেন। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাদকের দাম মেটানোর সময়'পুজোর উপকরণ'বর্ণনা দিয়ে রাখতেন সিদ্ধার্থ, দাবি এনসিবি-র। গোটা চক্রে অর্জুন রামপালের শ্যালকের যোগও খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দাবি, নাইজেরিয়ার এক বাসিন্দার থেকে ইনিই কোকেন জোগাড় করে বলিউড ও সমাজের উচ্চবিত্ত মহলে একাধিক বার সরবরাহ করেছেন। কিন্তু কাদের তিনি মাদক দিয়েছিলেন, সেটা প্রস্তাবিত চার্জে লেখা নেই।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্য়া করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছিল,এই বিতর্কে দীর্ঘদিন তোলপাড় চলে সোশ্যাল মিডিয়ায়। লড়াই গড়ায় কোর্টে। অবশেষে রহস্যমৃত্যুর কিনারায় নামে সিবিআই। পাশাপাশি আলাদা তদন্ত শুরু করে ইডি ও এনসিবি। তবে সবকটিতেই নাটকীয় ভাবে নাম উঠে আসে সুশান্তের প্রেমিকা রিয়ার। কাঠগড়ায় তোলা হয় রিয়ার ভাই শৌভিককেও। মাদকসেবন ও সুশান্তকে মাদক জোগাড় করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে ভাই-বোনের বিরুদ্ধে। ধীরে ধীরে নাম জড়ায় আরও অনেকের। তবে বেশিরভাগই এখন জামিনে মুক্ত।
আরও পড়ুন:সত্যি অশনি সঙ্কেত, বর্ষণ ও তার জেরে দুর্ঘটনায় পশ্চিমের তিন রাজ্যে ৬ শিশু-সহ মৃত ১৮
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)