India Corona Cases, 14 June 2021: দেশে ৭২ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মৃত্যু ফের ৪ হাজার ছুঁইছুঁই
অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮।
নয়াদিল্লি : ৭২ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চারহাজার ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে ফের কমল দৈনিক সুস্থতার সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯২১।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৫০১।
গতকাল, দেশে দীর্ঘ ৭১ দিনের ব্যবধানে সবথেকে কম ছিল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮০ হাজার ৮৩৪ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৩০৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছিলেন ২ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। একদিনে সুস্থতার সংখ্যা ছিল ১ লক্ষ ৩২ হাজার ৬২। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯। মৃত্যু হয়েছিল ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জনের। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯।
গত শনিবার গতকাল দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল চারহাজারের ওপর। আর ৭০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা সবথেকে কমেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৪ হাজার ৩৩২ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ২। গতকালের পরিসংখ্যানের ভিত্তিতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫। মৃত্যু হয়েছিল ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। আর করোনাকে জয় করে সুস্থ হয়েছিলেন ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )