India Covid Update: দেশে দৈনিক সংক্রমণ কমলেও, ফের বাড়ল মৃত্যু
কয়েকটি রাজ্য তথ্য পরিমার্জন করায় দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪ হাজার ১০০। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২০ হাজার ৮৫৫ জনের।
নয়াদিল্লি: দেশে করোনায় (India Covid Update) দৈনিক সংক্রমণ কমলেও, ফের বাড়ল দৈনিক মৃত্যু (Covid Death)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministy) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (COVID-19) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৮৫। কয়েকটি রাজ্য তথ্য পরিমার্জন করায় দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪ হাজার ১০০। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২০ হাজার ৮৫৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১৮ হাজার ৩২। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় (Corona) মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ১৩ হাজার ৩০২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৮২ লক্ষ ৬৩ হাজার ৬২০।
গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬৮৫ জন। তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৩৮। দেশে ওই সময় পর্বে করোনায় মৃত্যু হয়েছিল ৮৩ জনের। তার আগের দিন দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৭। কাল সবমিলিয়ে মোট মত্যুর সংখ্যা ছিল ৪ কোটি ৩০ লক্ষ ১৬ হাজার ৩৭২।