India-China Relations: চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়, সীমান্তে মোতায়েন বিশাল সেনাবাহিনী, জানালেন বিদেশমন্ত্রী
S Jaishankar: ‘যতদিন সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন থাকছে, ততদিন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হবে না। দ্রুত পরিস্থিতির উন্নতি হচ্ছে না’, জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নয়াদিল্লি: গতকাল নয়াদিল্লিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে প্যাংগং সো হ্রদের দু’পাশে সেনা মোতায়েন, সীমান্ত পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর তিনি জানিয়েছেন, তাঁরা খোলামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘না, চিনের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। ১৯৯৩-৯৬ সালে হওয়া চুক্তি লঙ্ঘন করে সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যতদিন সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন থাকছে, ততদিন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখনও প্যাংগং সো হ্রদ সহ সীমান্তের কয়েকটি জায়গায় বিরোধ রয়েছে। আমরা সেই বিরোধ দূর করার বিষয়ে আলোচনা করেছি। ১৫ বার বৈঠক হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে যত দ্রুত পরিস্থিতির উন্নতি হওয়ার কথা, তার চেয়ে মন্থর গতিতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আমি সে বিষয়েই আলোচনা করেছি। সীমান্তের পরিস্থিতির যাতে দ্রুত বদল হয়, সে বিষয়ে আমাদের কথা হয়েছে।’
বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সীমান্ত অঞ্চলে উত্তেজনার প্রভাব সামগ্রিকভাবে ভারত-চিন সম্পর্কের উপর পড়ে। সেটা গত দু’বছর ধরে দেখা যাচ্ছে। স্থিতাবস্থা ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হল সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি। আমাদের বৈঠকে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে যে ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা, সেটা বদলানোর বিষয়ে আলোচনা হয়েছে।’
সম্প্রতি ওআইসি সম্মেলনে চিনের বিদেশমন্ত্রী কাশ্মীর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, ‘আমি বৈঠকে এই প্রসঙ্গ তুলেছিলাম। তাঁর মন্তব্য কেন আপত্তিজনক, সেটা বোঝানোর চেষ্টা করি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। এ বিষয়ে বৃহত্তর প্রেক্ষাপট রয়েছে।’
জয়শঙ্কর আরও জানিয়েছেন, চিনে করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ভারতীয় পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়ে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। চিনের বিদেশমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি দেশে ফিরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।