Rafale : আজ ভারতে আসছে আরও ৩ রাফাল
ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি ভারতের। এপ্রিল মাস শেষের আগে ভারতে পৌঁছে যাবে ২১ টি।
![Rafale : আজ ভারতে আসছে আরও ৩ রাফাল Indian Air Force three Rafale Fighter Jets set to Reach India Today Rafale : আজ ভারতে আসছে আরও ৩ রাফাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2020/07/28160011/4-rafale.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বুধবার ভারতের মাটি ছোঁবে আরও তিনটি রাফাল। ড্যাসাল্ট অ্যাভিয়েশনের তৈরি যুদ্ধবিমানের সন্ধে ৭টা নাগাদ এসে পৌঁছনোর কথা গুজরাতে। ফ্রান্সে তৈরি যুদ্ধবিমানটি তাদের ঘাঁটি থেকে উড়ান ভরার পর মধ্যপ্রাচ্যে মাঝ আকাশে জ্বালানি ভরে সরাসরি এসে ল্যান্ড করবে ভারতের মাটিতে। এই তিনটি রাফাল ভারতের মাটিতে পৌঁছলো গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১৪তে।
২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সঙ্গে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। এপ্রিল মাস শেষ হওয়ার আগে অর্ধেক রাফাল ভারতে এসে পৌঁছনোর কথা। ভারতে ফ্রান্সের দূত এমানুয়েল লেনাইন বলেন, ‘কোভিড কালে হাজারো প্রতিবন্ধকতাক মধ্যেও সময়মতো রাফাল হস্তান্তর করতে পারাটা আমাদের কাছে গর্বের। এখনও পর্যন্ত ১১ টি রাফাল ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছে। ৩টি বুধবার এসে পৌঁছচ্ছে, আর এপ্রিল মাস শেষ হওয়ার আগে আরও ৫টি পৌঁছে যাবে।’
প্রথম দফায় পাঁচটি রাফাল ভারতে পৌঁছেছিল গত বছরের ২৮ জুলাই এবং আনুষ্ঠানিকভাবে সেগুলি বায়ুসেনার অস্ত্রসম্ভারে অন্তর্ভূক্ত করা হয়েছিল ১০ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় রাফাল ফাইটার জেট পৌঁছেছিল নভেম্বরে। ৭৩ কিলো নিউটনের ক্ষমতাযুক্ত দুটি এম৮৮-৩ স্যাফরান ইঞ্জিন সম্পন্ন রাফাল যুদ্ধবিমান ভূমি ও সমুদ্রে হানা, আকাশ পথে প্রতিরক্ষা ও আকাশ পথে আধিপত্য, পর্যবক্ষণ ও পরমাণু আক্রমণের মতো বিভিন্ন লক্ষ্যপূরণে সক্ষম।
জানা গেছে, এবার যে রাফাল বিমানগুলি আসছে, তার মধ্যে কয়েকটিকে পশ্চিমবঙ্গের হাসিমারায় মোতায়েন করা হবে। হাসিমারায় এজন্য স্কোয়াড্রন তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। উত্তরবঙ্গের চিন-ভুটান ট্রাইজাংশনের কাছে হাসিমারায় এই যুদ্ধবিমানগুলি মোতায়েন রাখা হবে।চিনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত রাফাল যুদ্ধবিমানগুলিকে চিনের ওপর নজরজারি কাজে ব্যবহার করছে। এরমধ্যে নতুন বিমানগুলি এই কাজে আরও সহায়ক হবে।
ইতিমধ্যে ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়েছে যুদ্ধবিমান রাফাল। আপাতত চিনের ওপর নজর রাখতে রাফাল ব্যবহার করছে ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)