ISpA Launch Today: আজ ভারতীয় মহাকাশ শিল্প সংগঠনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজ সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন, ইসপা ইউটিউব চ্যানেলে লাইভ-স্ট্রিম...
নয়াদিল্লি: আজ, সোমবার, ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন (ইসপা)-র উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধন করবেন তিনি। ইউটিউব চ্যানেলে লাইভ-স্ট্রিম করা হবে। পাশাপাশি, ভারতীয় মহাকাশ শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
গতকাল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, আগামীকাল ১১ অক্টোবর সকাল ১১ টায়, আমি ভারতীয় মহাকাশ সমিতি চালু করার কর্মসূচিতে যোগ দেব। এই উপলক্ষে মহাকাশ শিল্পের সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় কর্তাব্যক্তি ও সংস্থার সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়ে আমি আনন্দিত। যাঁরা মহাকাশ এবং উদ্ভাবনের জগতে আগ্রহী তাঁদের অবশ্যই আগামীকালের প্রোগ্রামটি দেখতে হবে।
ডিজিটাল লঞ্চ অনুষ্ঠানে থাকছেন ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যানসুনীল ভারতী মিত্তল, ইনস্পেসের চেয়ারপার্সন পবন কুমার গোয়েঙ্কা, ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জয়ন্ত পাতিল এবং ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের ডিজি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্ট।
প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ইসপা হল মহাকাশ ও উপগ্রহ নির্মাণকারী সংস্থাগুলির প্রধান শিল্প সমিতি, যা ভারতীয় মহাকাশ শিল্পের সম্মিলিত কণ্ঠস্বর হতে চায়। এটি নীতি নির্ধারণে সহায়তা করবে এবং সরকার এবং সরকারি এজেন্সিসহ ভারতীয় মহাকাশ ক্ষেত্রে সকল বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত হবে।
আরও পড়ুন: যান্ত্রিক গোলযোগ, মহাকাশে ভেঙে পড়ল জি স্যাট ওয়ান
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত, ইসপা ভারতকে স্বনির্ভর, প্রযুক্তিগতভাবে উন্নত এবং মহাকাশ ক্ষেত্রে একজন শীর্ষস্থানীয় প্রতিত্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রসঙ্গত, মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তিতে উন্নত ক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় স্বদেশী থেকে শুরু করে বিশ্বব্যাপী সংস্থা প্রতিনিধিত্ব করবে ইসপা।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছে লারসন অ্যান্ড টুব্রো, ন্যালকো (টাটা গ্রুপ), ওয়ানওয়েব, ভারতী এয়ারটেল, ম্যাপমাইইন্ডিয়া, ওয়ালচাঁদনগর ইন্ডাস্ট্রিজ এবং অনন্ত টেকনোলজি লিমিটেড। অন্যান্য মূল সদস্যদের মধ্যে রয়েছে গোদরেজ, হিউস ইন্ডিয়া, আজিস্তা-বিএসটি অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড, বিইএল, সেন্টাম ইলেকট্রনিক্স এবং ম্যাক্সার ইন্ডিয়া।