Jammu and Kashmir : এবছর জম্মু ও কাশ্মীরে ১৩৪ জন যুবক জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছিল : ডিজিপি
Youngsters joined terror groups in the valley : আমরা ১০০টি সফল অপারেশনের টার্গেট পূরণ করেছি। শীর্ষ স্থানীয় ৪৪ জন জঙ্গিকে খতম করা গেছে এবছর, জানান ডিজিপি দিলবাগ... সিংহ
শ্রীনগর : এবছর জম্মু ও কাশ্মীরে ১৩৪ জন যুবক জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে। শুক্রবার এমনটাই জানালেন সেখানকার ডিজিপি দিলবাগ সিংহ।
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই ১৩৪ জনের মধ্য়ে ৭২ জনকে নিকেশ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। এছাড়া ৩০ হাজার অপরাধ নথিভুক্ত হয়েছে। আমরা ১০০টি সফল অপারেশনের টার্গেট পূরণ করেছি। শীর্ষ স্থানীয় ৪৪ জন জঙ্গিকে খতম করা গেছে এবছর।
তিনি বলেন, এবছর জম্মু ও কাশ্মীর পুলিশের ২০ জন কর্মী এবং নিরাপত্তাবাহিনীর ২৩ জন জওয়ান শহিদ হয়েছেন। আমরা আরও প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, যারা খুব চালাকি করে জঙ্গিদের সাহায্য করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার। তারা খুব হাল্কা ছলে বিচ্ছিন্নতাবাদী। আমরা তাদের মধ্যে কারও কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আরও প্রমাণ জড়ো করার চেষ্টা করব। কেউই আইনের উধর্বে নয়।
তিনি আরও জানান, এবছর জম্মু ও কাশ্মীর পুলিশের প্রায় আড়াই হাজার কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১২ জন মারা গেছেন। বৃহস্পতিবার রাতের অপারেশন যাতে তিন জন জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করা হয়েছে, তার নেতৃত্বে ছিল জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল আপেরশন গ্রুপ।
সবিস্তারে পরে...