Jammu Airforce Base Blast: জম্মুর এয়ারফোর্স স্টেশনের বিস্ফোরণে ব্যবহৃত ড্রোন, টার্গেট ছিল যুদ্ধবিমান, দাবি বায়ুসেনার
এই ঘটনার নেপথ্যে জঙ্গি-যোগের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে
জম্মু: জম্মুর এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণের ঘটনায় উঠে এল এক জোড়া নতুন তথ্য। বায়ুসেনা সূত্রে ২টি বিষয় উঠে এসেছে। প্রথমত, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয়ত, যুদ্ধবিমানগুলিকেই নিশানা করা হয়েছিল।
এই ঘটনার নেপথ্যে জঙ্গি-যোগের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। যদিও, এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। পৃথক তদন্ত চালাতে ঘটনাস্থলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) প্রতিনিধিদল।
শনিবার গভীর রাতে ৫ মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু এয়ারফোর্স স্টেশন। রাত ১টা ৪০ মিনিট নাগাদ টেকনিক্যাল এরিয়ায় পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এখনও পর্যন্ত ২ জন জখম হয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, রাত ১টা ২৭ মিনিটে প্রথম বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণ হয় রাত ১টা ৩২ মিনিটে।
বায়ুসেনা সূত্রে খবর, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদ। আরেকটি বিস্ফোরণ হয় খোলা জায়গায়।
এই বিস্ফোরণ বায়ুসেনার ২ কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন-- উইং অফিসার অরবিন্দ সিংহ ও লিডিং এয়ারক্র্যাফ্টম্যান এসকে সিংহ। তবে, কারোরই আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সূত্রের খবর, যুদ্ধবিমানগুলিকেই নিশানা করা হয়েছিল। ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। নেপথ্যে জঙ্গি-যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বায়ুসেনা। ঘটনাস্থলে পৌঁছেছেন এয়ার মার্শাল বিক্রম সিংহ। এদিন সকালে সহকারী বায়ুসেনা প্রধান এইচ এস অরোরার সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত করছে রাজ্য পুলিশও। ইতিমধ্য়েই ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন জম্মু এসএসপি। পৌঁছেছে পুলিশের স্পেশাল অপারেশন্স গ্রুপ(এসওজি)-ও।
পাশাপাশি, পৃথক তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ দলও। পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দলও। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা।
অন্যদিকে, জম্মুর ত্রিকূটনগর থানা এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। নাদিম নামে ওই জঙ্গির কাছ থেকে ৫ কেজি বিস্ফোরক, আইইডি উদ্ধার হয়েছে।