Jammu and Kashmir: বাড়িতে গলার নলি কাটা অবস্থায় পড়ে দেহ, কাশ্মীরে রহস্যমৃত্যু ডিজি-কারার, শাহি-সফরের মাঝেই উদ্বেগের ছায়া
Crime News: সোমবার জম্মুর উদয়ওয়ালায় একটি বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। গলার নলি কাটা অবস্থায় পড়ে ছিল দেহটি।
শ্রীনগর: উৎসবের মরসুমেই উপত্যকায় ফের অশান্তির ছায়া। জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) রহস্যমৃত্যু শীর্ষ কারা আধিকারিকের। গলার নলি কাটা অবস্থায় একটি বাড়ির মধ্য়ে থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ (Murder)। ঘটনার পর থেকে নিখোঁজ ওই আধিকারিকের গৃহ সহায়ক (DG Prison)। আপতত রহস্যমৃত্যুর মামলা দায়ের করেছে উপত্যকা পুলিশ। ওই আধিকারিককে খুন করা হয়েছে বলেই অনুমান তাদের। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) শাখা সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স (PAFF) খুনের দায় স্বীকার করেছে।
উপত্য়কায় গলার নলি কাটা অবস্থায় ডিজি-কারার দেহ উদ্ধার
মৃত ওই কারা আধিকারিকের নাম হেমন্ত লোহিয়া। বয়স হয়েছিল ৫৭ বছর। ১৯৫২ ব্যাচের আইপিএস অফিসার তিনি। চলতি বছরের অগাস্ট মাসেই উপত্য়কার ডিরেক্টর জেনারেল অফ প্রিজন পদে নিযুক্ত হন। সোমবার জম্মুর উদয়ওয়ালায় একটি বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। গলার নলি কাটা অবস্থায় পড়ে ছিল দেহটি।
Dead body of Shri Hemant Lohia DG Prisons J&K found under suspicious circumstances. First Examination of the scene of crime reveals this as a suspected murder case. The domestic help with the officer is absconding. A search for him has started.
— J&K Police (@JmuKmrPolice) October 4, 2022
জম্মু জোনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মুকেশ সিংহ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ঘটনার পর থেকে বেপাত্তা হেমন্তের গৃহ সহায়ক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুনের ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ফরেন্সিক বিশেষজ্ঞরা ওই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Maruti Jimny: গ্র্যান্ড ভিটারা, থারের পাশে দেখা গেল ৫দরজার জিমনি, ২০২৩-এর অটো এক্সপোতে হবে লঞ্চ
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ‘রহস্যজনক পরিস্থিতিতে উপত্যকার ডিজি-কারা হেমন্ত লোহিয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালিয়ে বিষয়টি খুনের ঘটনা বলেি অনুমান করা হচ্ছে। ওই আধিকারিকের গৃহ সহায়ক বেপাত্তা। তাঁর খোঁজ শুরু হয়েছে’। নিহত আধিকারিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যে বাড়ি থেকে, সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশও। ওই আধিকারিকের মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য়।
অমিত শাহের সফর চলাকালীনই এই ঘটনা
উল্লেখ্য, এই মুহূর্তে উপত্যকা সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক সেই সময় ডিজি-কারার মৃত্যুতে উদ্বেগ দেখা দিয়েছে। এর পিছনে অন্য কিছু রয়েছে কি না, খতিয়ে দেখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত আধিকারিকের নিজের বাড়িতে মেরামতির কাজ চলছে। তাই বন্ধু রাজীব খাজুরিয়ার ওই বাডি়তে পরিবারকে নিয়ে থাকছিলেন তিনি। সেখানেই এই ঘটনা।