Karnataka : মিড ডে মিলের খাবারে মৃত টিকটিকি ! অসুস্থ ৮০ ছাত্র-ছাত্রী
Midday Meal With Dead Lizard : ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মিড ডে তৈরিতে কোনও অবহেলা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে...
হাভেরি (কর্ণাটক) : মিড ডে মিলের খাবারে ছিল মৃত টিকটিকি(Lizard) ! আর তাই খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী। কর্ণাটকের(Karnataka) হাভেরি জেলার একটি প্রাথমিক স্কুলের ঘটনা।
জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, সোমবার ঘটনাটি ঘটেছে। মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৮০ জন অসুস্থ হয়ে পড়ে। ওই ছাত্র-ছাত্রীদের রানিবেন্নুর শহরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওরা সুস্থ হয়ে গেছে। হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
এদিকে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মিড ডে তৈরিতে কোনও অবহেলা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে, এমনই খবর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।
আরও পড়ুন ; রান্না যাতে নিরাপদে হয়, মিড-ডে মিল কর্মীরা পরতে পারবেন না নেল পালিশ, চুড়ি, নির্দেশ শিক্ষা মন্ত্রকের
একই রকম অবহেলার ঘটনা দেখা গেছে দেশের অন্য প্রান্ত থেকেও। তামিলনাড়ুর কিন্ডারগার্টেন স্কুলের খুদেদের মিড ডি মিলের খাবারে পচা ডিম পরিবেশনের অভিযোগ ওঠে। তাতে পোকা ধরে গিয়েছিল। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়।
উত্তরপ্রদেশে মিড-ডে মিলের খাবারে বিষঃক্রিয়া-
এই বছরের মার্চ মাসে বালিয়া জেলায় ফলের বীজে শ্বাসরোধ হয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়। ৫ বছরের মেয়েটির পরিবার অবশ্য দাবি করেছে, স্কুলে মিড-ডে মিল পরিবেশন করা 'খিচুড়ি' খেয়ে তার মৃত্যু হয়েছে। 'খিচুড়ি'র নমুনাও নেওয়া হয়েছিল এবং বিএসএ শিব নারায়ণ সিং তাঁর শিথিলতার জন্য অধ্যক্ষ শিব কুমারী যাদবকে এই বিষয়ে বরখাস্ত করেছিলেন।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে এরাজ্যে খাদ্যে বিষক্রিয়ার কারণে ১৭ জন অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। অসুস্থরা দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের কল্যাণী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মেলায় ফুচকা খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নিয়ে যাওয়া হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে।