Karnataka News: স্কুলজুড়ে লেখা 'সরি', কে লিখল এবং কেনই বা
Viral News: স্কুলের চারপাশে লাল কালিতে লেখা 'সরি'। রাস্তা, সিঁড়ি, দেওয়ার কোথাও ফাঁকা নেই। সিসিটিভি ফুটেজে নজর রাখতেই সামনে এল চমকে দেওয়া তথ্য।
বেঙ্গালুরু: রাস্তার উপরেই হয়েছে একটি স্কুল। আর তার চারপাশে লেখা হয়েছে 'সরি' (SORRY)। স্কুলের পাশের রাস্তা। চারপাশের এলাকা। সব জায়গায় লাল কালি দিয়ে লেখা 'সরি' (Sorry)। স্কুলে ঢোকার সিঁড়িতে, স্কুলের দেওয়ালেও লেখা হয়েছে একই কথা। সকালবেলা এমন ছবি দেখেই চোখ কপালে সকলের। ঘটনাস্থল কর্নাটকের বেঙ্গালুরুর সুনকাডাকাট্টে (Sunkadakatte)।
কিন্তু কারা করল এমন?
সকালে বেসরকারি স্কুলটির (Private School) সামনে এমন ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়ে সকলে। খবর যায় স্থানী পুলিশ-প্রশাসনের কাছে। ওই এলাকায় রয়েছে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। সেই ফুটেজেই রাখা হয় চোখ।
Karnataka | 'Sorry' painted all over the premises of a private school and on the streets surrounding it in Sunkadakatte
— ANI (@ANI) May 25, 2022
Two bike-borne persons were seen in the CCTV footage. Efforts on to identify and trace them: Dr Sanjeev Patil, DCP West Bengaluru pic.twitter.com/mbrbznwu7x
ফুটেজে কী?
স্থানীয় পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা গিয়েছে মোটরবাইকে চেপে দুইজন ব্যক্তিকে এসেছে। তারাই এই কাণ্ড ঘটিয়েছে। পশ্চিম বেঙ্গালুরুর (West Bengaluru) ডিসিপি (DCP) সঞ্জীব পাতিল (Dr. Sanjeev Patil) জানিয়েছেন এই কথা।
দোষীদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। দোষীদের খুঁজে বের করে আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে খবর, এমন ঘটনা কর্নাটকের আইনে অপরাধ। Karnataka Open Places (Prevention of Disfigurement) Act -এর অধীনে এই ঘটনা অপরাধ বলে জানানো হয়েছে স্থানীয় পুলিশ সূত্রে।
স্কুলের সামনে এমন ঘটনা ঘটায় বিস্মিত শহরবাসী। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল রয়েছে ঘটনাটি। সংবাদ সংস্থা এএনআই-এর টুইটারে ঘটনাস্থলে ছবিগুলি দেওয়া হয়েছে। তারপর থেকেই সেই ছবি ভাইরাল। কেন এই ঘটনা ঘটানো হয়েছে? কারা এমনটা করেছে? সেই প্রশ্নেরই উত্তর চাইছেন নাগরিকরা।
আরও পড়ুন: নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্র মন্ত্রকের, কীভাবে আবেদন করবেন?