Maharashtra Political Crisis : থমথমে মহারাষ্ট্র, হাই অ্যালার্ট সব পুলিশ স্টেশনে
Maharashtra Political Crisis : কী হতে চলেছে মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ
LIVE
Background
Maharashtra Political Crisis : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের ( Eknath Shinde) দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৭ জন বিধায়ক।
৯ জন নির্দল বিধায়ক ও বিজেপি-র ২ জন বিধায়ক রয়েছেন। অর্থাত্, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শুধু তাই নয়, শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার (shiv sena) ৩ ও নির্দলের ৫ বিধায়ক।
আরও এক শিবসেনা বিধায়ক ভাস্কর যাদবের মোবাইল ফোন সুইচড অফ। ফলে তিনিও বিক্ষুব্ধ শিবিরে যোগ দিলেন কি না, তা নিয়ে সন্দেহ উদ্ধব শিবিরে।
শিবসেনার অভ্যন্তরীণ শক্তির পাল্লা একনাথ শিণ্ডের দিকে ঢলে পড়ার পর মহারাষ্ট্রের ঠাণেতে তাঁর পোস্টার পড়তে শুরু করেছে। বাল ঠাকরের সঙ্গে তাঁর পরিবারের কেউ নয়, একনাথের ছবি দিয়ে পোস্টার পড়েছে ঠানে ও রায়গড়ে।
Maharashtra News Live : ১৬ জন বিদ্রোহী বিধায়ককে নোটিস পাঠাতে পারেন ডেপুটি স্পিকার
১৬ জন বিদ্রোহী বিধায়ককে শনিবার নোটিস পাঠাতে পারেন ডেপুটি স্পিকার নরহরি জারওয়াল।
Maharashtra Crisis Update : সঙ্কট কাটাতে মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চাইল বিধানসভার সচিবালয়
বর্তমান রাজনৈতিক সঙ্কট মোকাবিলায় মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্ভাকনির পরামর্শ চাইল বিধানসভার সচিবালয়।
Maharashtra Update : ডেপুটি স্পিকারকে সরাতে প্রস্তাব বিদ্রোহী বিধায়কদের
ডেপুটি স্পিকার নরহরি জারওয়ালকে সরাতে প্রস্তাব আনার সিদ্ধান্ত শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের। বিদ্রোহী শিবিরের ৪৬ জন বিধায়কের সই জোগাড়ের তোড়জোড় চলছে ।
Maharashtra News Live : এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকল শিবসেনা
শনিবার দুপুর ১টায় জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক ডাকল শিবসেনা। বৈঠক হবে সেনাভবনে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Maharashtra Crisis Update : হাই অ্যালার্ট মহারাষ্ট্রের পুলিশ স্টেশনে
মহারাষ্ট্রে পরিস্থিতি অত্যন্ত থমথমে। মহারাষ্ট্রের সমস্ত পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি। রাস্তায় নামতে পারেন শিবসেনা কর্মীরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জারি হাই অ্যালার্ট, পুলিশ সূত্রে খবর।