Maharashtra Political Crisis: পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া ‘মহাশক্তি’ পাশে রয়েছে, কোন জাতীয় দলের দলের দিকে ইঙ্গিত শিন্ডের!
Eknath Shinde: এই মুহূর্তে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে গুয়াহাটির পাঁচতারা হোটেলে রয়েছেন শিন্ডে। তাঁর কাছে ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন।
গুয়াহাটি: উদ্ধব ঠাকরের ইস্তফা চান না, বিজেপি-র সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোই উদ্দেশ্য বলে একদিন আগে পর্যন্ত দাবি করছিলেন। কোনও রাখঢাকে না গিয়ে বৃহস্পতিবার সরাসরি উদ্ধবের (Uddhav Thackeray) ইস্তফা দাবি করেছেন। এ বার জাতীয় দলের সমর্থন পাশে রয়েছে বলে স্বীকার করলেন শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। একটি জাতীয় দল, পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া 'মহাশক্তি' তাঁদের পাশে রয়েছেন বলে জানালেন তিনি (Maharashtra Political Crisis)।
গুয়াহাটির হোটেলে (Assam Guwahati Hotel) লাগাতার শিবসেনা এবং নির্দল বিধায়কদের ভিড় বেড়ে চলেছে। সেই সময়ই ভিডিও বার্তায় জাতীয় দলের সমর্থন থাকার কথা জানালেন শিন্ডে। তিনি বলেন, "আমাদের দুশ্চিন্তা এবং খুশির বিষয়বস্তু একই। আমরা ঐক্যবদ্ধ। আমরাই জয়ী হব। একটি জাতীয় দল, পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া 'মহাশক্তি' রয়েছে। তাদের মতে, আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সবরকম ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তারা।"
কোন দলের দিকে ইশারা শিন্ডের!
ওই জাতীয় দলটি আসলে কোন দল, তা যদিও খোলসা করেননি শিন্ডে। তবে বিগত কয়েক দিন ধরেই বিজেপি-র সঙ্গে তাঁর গোপন আঁতাত নিয়ে সরগরম রাজনৈতিক মহল। উদ্ধব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা থেকে ভিন্ রাজ্যে বিক্ষুব্ধদের একছাতার তলায় নিয়ে আসা, গোটা পর্বেই বিজেপি-র থেকে প্রত্যক্ষ সাহায্য বলে অভিযোগ উঠছে।
আরও পড়ুন: Maharashtra Crisis: ‘জোট ছাড়ার আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন’, উদ্ধবকে শর্ত একনাথের
এই মুহূর্তে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে গুয়াহাটির পাঁচতারা হোটেলে রয়েছেন শিন্ডে। তাঁর কাছে ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন। এখনও উদ্ধব শিবিরের সঙ্গে দড়ি টানাটানি চালিয়ে যাচ্ছেন তিনি।
কাঁটায়-কাঁটায় টক্কর
এ দিকে, শিবসেনার তরফে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার উদ্ধবের ডাকা বৈঠকে অনুপস্থিত ১২ জন বিধায়কের সদস্যপদ বাতিলের আর্জি জানানো হয়েছে তাতে। তার পাল্টা ডেপুটি স্পিকারকে চিঠি দিয়েছেন শিন্ডেও। তাতে নিজেকে শিবসেনার পরিষদীয় দলের নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভারতশ্বেত গোগাওয়ালেকে দলের চিফ হুইপ নিযুক্ত করার কথা জানিয়েছেন। ওই চিঠিতে ২৭ জন বিধায়কের স্বাক্ষর রয়েছে। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি এবং বিধান পরিষদের সচিব রাজেন্দ্র ভগবতকেও পাঠানো হয়েছে ওই চিঠি।