(Source: ECI/ABP News/ABP Majha)
Khel Ratna Award : নীরজ-সুনীল সহ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত ১২ ক্রীড়াবিদ
Major Dhyan Chand Khel Ratna Award : ক্রীড়া সম্মান প্রাপকদের আজ রাষ্ট্রপতি ভবনে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই উপলক্ষেই ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়...
নয়া দিল্লি : ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হল টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া সহ ১২ জনকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের পুরস্কৃত করেন। তবে, মায়ের আকস্মিক প্রয়াণে পুরস্কার-প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কৃষ্ণা নাগর(প্যারা ব্যাডমিন্টন)।
এই তালিকায় নীরজ চোপড়া ছাড়া রয়েছেন- টোকিও অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া, বক্সার লভলিনা বর্গোহাঁই, ভারতের পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ, পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ, প্যারা শ্যুটার অবনী লেখারা, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল, প্যারা ব্যাডমিন্টন প্রমোদ ভগৎ, প্যারা ব্যাডমিন্টন কৃষ্ণা নাগর, ক্রিকেটার মিতালি রাজ এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
Olympian Neeraj Chopra receives Major Dhyan Chand Khel Ratna Award from President Ram Nath Kovind at Rashtrapati Bhavan in New Delhi pic.twitter.com/eacGZNOB34
— ANI (@ANI) November 13, 2021">
এই ক্রীড়া সম্মান প্রাপকদের আজ রাষ্ট্রপতি ভবনে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই উপলক্ষে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#WATCH | Wrestler Ravi Kumar receives Major Dhyan Chand Khel Ratna Award from President Ram Nath Kovind in New Delhi pic.twitter.com/INCMBNrIDr
— ANI (@ANI) November 13, 2021">
গত ২ নভেম্বর ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, "১৩ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ও অর্জুন পুরস্কার দেওয়া হবে। এ বছর এই পুরস্কারের জন্য অনেকজনের নাম সুপারিশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দরাম শর্মার নেতৃত্বাধীন কমিটি তার মধ্যে থেকে বেশ কয়েকটি নাম বেছে নিয়েছে। বাছাই কমিটিতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও ছিলেন বিখ্যাত কয়েকজন ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিকতা ও ক্রীড়া প্রশাসনের বিষয়ে দক্ষতাসম্পন্ন ব্যক্তি। তাঁরাই পুরস্কার প্রাপকদের নাম বেছে নিয়েছেন।"