![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jagannath Temple Closed: করোনায় পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত, ১০ জানুয়ারি থেকে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
Jagannath Temple Closed:আপাতত ৩১ জানুয়ারি মন্দির খোলা হবে বলে স্থির হয়েছে। তবে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত।
![Jagannath Temple Closed: করোনায় পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত, ১০ জানুয়ারি থেকে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ Odisha Puri Jagannath Temple to be closed till 31 january Amid Rising COVID Cases Jagannath Temple Closed: করোনায় পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত, ১০ জানুয়ারি থেকে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/07/0c3ce96ff4bffeb0a9d3a234d770fff7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভুবনেশ্বর: করোনায় বিধি মেনে গঙ্গাসাগর (Gangasagar Mela) মেলা হচ্ছে বাংলায়। কিন্তু যে ভাবে সংক্রমণ (COVID Cases) বেড়ে চলেছে, তাতে আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা। ১০ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আপাতত ৩১ জানুয়ারি মন্দির খোলা হবে বলে স্থির হয়েছে। তবে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার মন্দির কর্তৃপক্ষ, ‘ছাটিসা নিযোগ’-এর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ৩১ জানুয়ারি মন্দিরের দরজা ফের খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ টেম্পল অ্যাসোসিয়েশনের (SJTA) কর্মী এবং জেলাস্তরের আধিকারিকরা। পুরীর জেলাশাসক সমর্থ ভার্মা সংবাদমাধ্যমে বলেন, ‘‘দর্শনার্থী এবং কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবেই ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।’’
আরও পড়ুন: Banking: ব্যাঙ্ক পরিষেবায় কোভিডের ধাক্কা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি
তবে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ হলেও, রোজকার পুজো-আচ্চা এবং বিধি আগের মতোই চলবে। সেবায়েত এবং মন্দিরের কর্মীরা তা সামলাবেন। সম্প্রতি মন্দিরের কর্মী এ সেবায়েতদের মধ্য সংক্রমণ ছড়ানেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উৎসবের আবহে ওড়িশাতেও করোনার প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। মারা গিয়েছেন ১ জন করোনা রোগী। সেবায়েত এবং কর্মীদের মধ্যেও সংক্রমণ দেখা গিয়েছে। তাতেই মন্দির আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত।
তবে করোনার দুই ধাক্কা সামলে ওঠা পুরীতে এই সিদ্ধান্তে পর্যটন ধাক্কা খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের যুক্তি, সমুদ্রসৈকত, জগন্নাথ মন্দিরের টানে লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন পুরীতে। এর মধ্যে বেশির ভাগ আবার পড়শি রাজ্য বাংলার বাসিন্দা। কিন্তু গত দু’বছর ধরে অতিমারির ধাক্কায় ধুঁকছে পুরীর পর্যটন শিল্প। মন্দির বন্ধের সিদ্ধান্তে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)