Indian Army Recruitment: ভারতীয় সেনায় নিয়োগের নিয়মে পরিবর্তন, সবার জন্য বাধ্য়তামূলক এই রুল
Jobs In Indian Army: ভারতীয় সেনায় চাকরির আবেদন করতে চাইলে আপনার জন্য রয়েছে বড় খবর। এবার থেকে ইন্ডিয়ান আর্মিতে (Indian Army)যোগ দিতে গেলে দিতেই হবে এই অনলাইন পরীক্ষা।
Jobs In Indian Army: ভারতীয় সেনায় চাকরির আবেদন করতে চাইলে আপনার জন্য রয়েছে বড় খবর। এবার থেকে ইন্ডিয়ান আর্মিতে (Indian Army)যোগ দিতে গেলে দিতেই হবে এই অনলাইন পরীক্ষা। সম্প্রতি এই ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
Indian Army Recruitment: কাদের জন্য এই প্রবেশিকা বাধ্যতামূলক ?
ভারতীয় সেনায় জুনিয়র কমিশনড অফিসার (JCO)ছাড়াও (জওয়ান /অগ্নিবীর) পদের আবেদনকারীদের এই সাধারণ প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সেনায় ভর্তির ক্ষেত্রে নিয়োগে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে Indian Army।
Jobs In Indian Army: কী পরিবর্তন হয়েছে এখন ?
আগে র্যালির পরই এই কমন এনট্রান্স টেস্ট নিত কর্তৃপক্ষ। এখন থেকে এই নিয়মে হয়েছে পরিবর্তন। এবার থেকে প্রথমে সাধারণ প্রবেশিকা পরীক্ষার পরই র্যালিতে শারীরিক সক্ষমতা ছাড়াও ফিজিক্যাল মেজারমেন্ট নেবে কর্তৃপক্ষ। রাজ্যে-রাজ্যে ভারতীয় সেনার স্থানীয় কেন্দ্রে হবে এই পরীক্ষা। ইন্ডিয়ান আর্মির তরফে জানানো হয়েছে, র্যালির ভিড় কমাতে ও সেনায় সুষ্ঠুভাবে নিয়োগ সম্পন্ন করতে এই নতুন নিয়েম করেছে ইন্ডিয়ান আর্মি।
Jobs In IDBI: আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড (IDBI) স্পেশ্য়ালিস্ট ক্যাডার অফিসার (Specialist Cadre Officers)পদের বিজ্ঞপ্তি জারি করেছে। যোগ্য প্রার্থীরা IDBI-এর অফিসিয়াল সাইটে idbibank.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। ৩ মার্চ শেষ হবে এই নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১১৪টি পদ পূরণ করা হবে। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে নিচে পড়ুন।
IDBI SO Recruitment 2023: খালি পদের বিবরণ
Manager: ৪২ টি পদ
Assistant General Manager: ২৯ পদ
Deputy General Manager: ১০ পদ
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান, এখানে বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা পরীক্ষা করতে পারেন।
Jobs In IDBI: এই পদের নির্বাচন প্রক্রিয়া
এই পজিশনের জন্য বাছাই প্রক্রিয়ায় প্রার্থীর আবেদনপত্রে ঘোষিত বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা ইত্যাদির নির্ধারিত যোগ্যতার মানদণ্ডের প্রাথমিক পত্রগুলি রাখতে হবে। প্রাথমিক স্ক্রিনিংয়ের পরই সব নথি যাচাই করা হবে।
IDBI SO Recruitment 2023: আবেদনের ফি
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ, EWS ও OBC বিভাগের জন্য আবেদনের ফি ১০০০টাকা (আবেদনের ফি + ইনটিমেশন চার্জ), GST সহ ও SC/ST শ্রেণির প্রার্থীদের GST সহ ২০০ (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) দিতে হবে। ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট ব্যবহার করে পদগুলির জন্য টাকা জমা দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: Weird Job: 'গাঁজা টানলে' মাসে ৮৮ লাখ, চাকরি দিচ্ছে এই কোম্পানি
Education Loan Information:
Calculate Education Loan EMI