Padma Shri : ১২৫ বছর বয়সে কী ফিটনেস ! পদ্মশ্রী নিতে গিয়ে স্বামী শিবানন্দর এই মুদ্রা দেখে তাজ্জব মোদি-কোবিন্দ
Padma Shri Update : এই বয়সে তাঁর একটি ফিটনেস এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি 'যোগ সেবক' হিসেবে খ্যাত। সংবাদ সংস্থা এএনআই একটি প্রকাশ করেছে।
নয়া দিল্লি: ১২৫ বছর বয়স। কে বলবে ! যোগ অনুশীলনকারী, স্বামী শিবানন্দ, যোগার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সোমবার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। শিবানন্দ সম্ভবত দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক পদ্ম পুরস্কার বিজয়ী। এই বয়সে তাঁর ফিটনেস এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি 'যোগ সেবক' হিসেবে খ্যাত। সংবাদ সংস্থা এএনআই একটি প্রকাশ করেছে।
একটি ভিডিওতে, স্বামী শিবানন্দকে পুরস্কার গ্রহণের আগে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মাথা নত করতে দেখা যায়। সেটি দেখে তাজ্জব বলে যান সকলে।
#WATCH Swami Sivananda receives Padma Shri award from President Ram Nath Kovind, for his contribution in the field of Yoga. pic.twitter.com/fMcClzmNye
— ANI (@ANI) March 21, 2022
একেবারে হাঁটু মুড়ে, মাথা নুইয়ে তিনি প্রণাম জানান মোদি - কোবিন্দকে। সঙ্গে সঙ্গে তাঁরাও জোর হাত করে উঠে দাঁড়ান। তারপর আবার স্বামী শিবানন্দ একই মুদ্রা করেন। তাতে সকলেই অবাক। রাষ্ট্রপতি কোবিন্দ যোগের জন্য স্বামী শিবানন্দকে পদ্মশ্রী সম্মান তুলে দেন। মানব কল্যাণের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেন। তিনি গত ৫০ বছর ধরে পুরীতে কুষ্ঠ-আক্রান্ত মানুষের সেবা করছেন। ১৮৯৬ সালে জন্ম হয় তাঁর। তার সুস্থ ও দীর্ঘ জীবন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে।
President Kovind presents Padma Shri to Swami Sivananda for Yoga. Dedicating his life for human welfare, he has been serving leprosy-affected people at Puri for the past 50 years. Born in 1896, his healthy & long life has drawn attention of national & international organisations. pic.twitter.com/TfJhGMHCOV
— President of India (@rashtrapatibhvn) March 21, 2022