Rajya Sabha MPs : বিশৃঙ্খলার অভিযোগ, তৃণমূলের ২ জন-সহ রাজ্যসভার ১২ সাংসদ সাসপেন্ড
Parliament Winter Session : রাজ্যসভার ১২ জন সদস্যদকে সাসপেন্ড করা হল। সাসপেন্ড হওয়া এই ১২ সাংসদের মধ্যে রয়েছেন তৃণমূলের দু'জন।
নয়া দিল্লি : সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ। এই অভিযোগে রাজ্যসভার ১২ জন সদস্যদকে সাসপেন্ড করা হল। সাসপেন্ড হওয়া এই ১২ সাংসদের মধ্যে রয়েছেন তৃণমূলের দু'জন- দোলা সেন ও শান্তা ছেত্রী।
কোন কোন সাংসদ সাসপেন্ড হলেন-
দোলা সেন- তৃণমূল
শান্তা ছেত্রী- তৃণমূল
প্রিয়ঙ্কা চতুর্বেদী- শিবসেনা
অনিল দেশাই-শিবসেনা
এলামারাম করিম-সিপিএম
বিনয় বিশ্বম- সিপিআই
ফুলো দেবী নেতাম-কংগ্রেস
ছায়া ভার্মা-কংগ্রেস
আর বোরা- কংগ্রেস
রাজামণি পটেল-কংগ্রেস
সৈয়দ নাসির হুসেন-কংগ্রেস
অখিলেশ প্রসাদ সিংহ-কংগ্রেস
এই ১২ জন সাংসদকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অধিবেশন চলাকালীন হিংসাত্মক আচরণের অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
এদিকে সংসদের দুই কক্ষেই আজ ধ্বনি ভোটে পাস হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। আলোচনা ছাড়াই বিল পাস হওয়ায় সরব কংগ্রেস। সংসদের গরিমা নষ্ট। কৃষকদের চাপে পড়ে বিল প্রত্যাহার, মনের ভাষা বোঝেনি সরকার বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।
আজ অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তার আগেই আন্দোলনের জেরে মৃত কৃষকদের তালিকা তৈরি ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিজেপি ও কংগ্রেসের তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়।
শীতকালীন অধিবেশনে ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। এরমধ্যে অনেকগুলি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের। ফলে, ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিরোধীদের আক্রমণের প্রধান হাতিয়ার হতে চলেছে কৃষি আইনই। পাশাপাশি, পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা-সহ একাধিক বিষয় নিয়ে সরব হবে কংগ্রেস।