Parliament Winter Session: সংসদের শীতকালীন অধিবেশনের আগে রবিবার সর্বদল বৈঠক, থাকতে পারেন প্রধানমন্ত্রী
Parliament Winter Session: রাজ্য়সভার নেতাদের নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর বাসভবনে একটি বৈঠক হবে। লোকসভার ফ্লোর লিডারদের বৈঠক পরিচালনা করবেন অধ্যক্ষ।
নয়াদিল্লি: সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে আগামী রবিবার হবে সর্বদলীয় বৈঠক। সংবাদমাধ্যমের খবর, আগামী রবিবার এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তাঁর আগে ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বৈঠকে থাকতে পারেন বলে সূত্র উল্লেখ করে জানিয়েছে সংবাদসংস্থা।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সংসদ বিষয়ক মন্ত্রকের ডাকা সর্বদল বৈঠক রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এরপর বিজেপির সংসদীয় কার্যনির্বাহী সমিতির একটি বৈঠক এবং এনডিএ-র ফ্লোর লিডারদের নিয়ে অন্য একটি বৈঠক হবে। ওই দিন বিকেলে এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী বৈঠক গুলিতে যোগ দেবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ওই দিন রাজ্য়সভার নেতাদের নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর বাসভবনে একটি বৈঠক হবে। লোকসভার ফ্লোর লিডারদের বৈঠক পরিচালনা করবেন অধ্যক্ষ ওম বিড়লা। তা ২৭ নভেম্বর হতে পারে বলে খবর।
এরইমধ্যে সূত্র উল্লেখ করে জানানো হয়েছে যে, তিন কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য আগামী বুধবার ২৪ নভেম্বর পেশ হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আচমকাই তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন। তিনি জানান, দেশের স্বার্থে এই তিনটি বিতর্কিত আইন প্রত্যাহার করে নেওয়া হবে। আগামী বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই তিন আইন প্রত্যাহারের প্রস্তাবে অনুমোদন মিলতে পারে। সংসদের আসন্ন অধিবেশনেই প্রত্যাহারের জন্য বিল পেশ করা হবে।
উল্লেখ্য, সংসদের বিগত বাদল অধিবেশনে বিরোধীরা কৃষি আইন বাতিল প্রত্যাহারের জোরাল দাবি জানিয়েছিল। সেই পেগাসাস বিতর্কেও উত্তাল হয়েছিল সংসদের উভয় কক্ষই। ফলে বারেবারেই সংসদের উভয় কক্ষই বারে বারে মুলতুবী করে দিতে হয়েছিল।
বিমা বিল পেশের সময় নজিরবিহীনভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। নির্ধারিত সময়ের দুদিন আগে রাজ্যসভা মুলতুবি করে দিতে হয়। কেন্দ্র ও বিরোধীরা একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিল।