PM Modi News : "দেশের অধিকাংশ প্রধানমন্ত্রীই সাধারণ পরিবারের" : মোদি
PM Modi News : আজ বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখা শুরু করেন প্রধানমন্ত্রী
নয়া দিল্লি : "এটা খুবই গর্বের বিষয় যে আমাদের দেশের অধিকাংশ প্রধানমন্ত্রীই সাধারণ পরিবার থেকে এসেছেন।" আজ এক মিউজিয়ামের উদ্বোধন করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের ১৪ জন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে এই মিউজিয়াম।
আম্বেদকরের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য-
আজ বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখা শুরু করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের স্থপতি ছিলেন বাবাসাহেব। এই সংবিধানই সংসদীয় প্রক্রিয়ার ভিত্তি।
আজ ভারত যে জায়গায় পৌঁছেছে সেখানে নিয়ে যেতে স্বাধীন ভারতের প্রতিটি সরকারেরই অবদান আছে। এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, গোটা দেশ যখন আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে, এই মিউজিয়াম বিশাল অনুপ্রেরণা দেবে। এই ৭৫ বছরে ভারত অনেক গৌরবোজ্জ্বল মুহূর্ত দেখেছে। এমনই সব মুহূর্ত দেখা যাবে প্রধানমন্ত্রী সংগ্রহলয়ে।
আরও পড়ুন ; নেহরু মিউজিয়ামের নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহশালা, আজ উদ্বোধন করবেন মোদি
প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের ভারতীয়দের কাছে খুবই গর্বের বিষয় যে আমাদের দেশের অধিকাংশ প্রধানমন্ত্রীই সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। প্রত্যন্ত এলাকা, গ্রামীণ এলাকা, পিছিয়েপড়া পরিবার, কৃষক পরিবার থেকে। আর এই তথ্য ভারতীয় গণতন্ত্রের মহান ঐতিহ্যের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে তোলে। এই মিউজিয়ামের ইতিহাসের মতোই ঐতিহ্য আছে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করে প্রত্যেক প্রধানমন্ত্রীই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
ভারত "গণতন্ত্রের মা", এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুই- একটি দৃষ্টান্ত বাদ দিলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে শক্তিশালী করার শক্তি দেখা গেছে।
প্রসঙ্গত, বুধবারই প্রধানমন্ত্রীর ট্যুইটারে লেখেন, "আগামীকাল, ১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যাপন উপলক্ষ্যেই এই কর্মসূচি। আমি সকলকে জাদুঘরটি দেখার অনুরোধ জানাচ্ছি।"