এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Modi Inaugurates National Youth Festival: ক্রীড়া - শিল্প থেকে করোনা ভ্যাকসিনেশন সচেতনতা, যুবদিবসে মোদির মুখে যুবাদের জয়গান
National Youth Festival : কত অল্প সময়ের মধ্যেই ১৫ থেকে ১৮ বছরের ছেলে-মেয়েরা বিপুল সংখ্যায় টিকা নিতে এগিয়ে এসেছে। তাঁদের সচেতন মনোভাবের তারিফ করেন মোদি।
নয়াদিল্লি : আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন । এই উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। যুব দিবসে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বর্তমানে যুবা ও তরুণসমাজের ভূয়সী প্রসংশা করেন। বলেন, যুবশক্তির উপর দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ। তাঁর বক্তব্যে উঠে আসে, অলিম্পিক্স , প্যারালিম্পিক্সে এদেশের প্রতিযোগীদের সাফল্যের কথা। করোনাকালে যুব সমাজের ভূমিকা নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। তিনি বলেন, কত অল্প সময়ের মধ্যেই ১৫ থেকে ১৮ বছরের ছেলে-মেয়েরা বিপুল সংখ্যায় টিকা নিতে এগিয়ে এসেছে। তাঁদের সচেতন মনোভাবের তারিফ করেন মোদি। তিনি আরও বলেন -
- দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। সেই বিষয়ে তিনি যুবসমাজকে এগিয়ে আসার ডাক দেন। তিনি বলেন, ভারতীয় দর্শনে পরিবর্তনের অঙ্গীকার রয়েছে।
- মোদি বলেন, তরুণরাই দেশে পরিবর্তন আনবেন। এমন কোনও ক্ষেত্র নেই, যেখানে তরুণরা অংশ নেননি।
- প্রধানমন্ত্রীর মুখে এই দিনেপ ভাষণে গণতন্ত্রের জয়গান। তিনি বলেন, ভারতের কাছে দুটি অসীম শক্তি রয়েছে। জনবিন্যাস এবং গণতন্ত্র আমাদের শক্তি।
- তিনি বলেন, ‘ভারত আজ যা বলে, বিশ্ব তাকে আগামীর কণ্ঠস্বর মনে করে’। তাঁর বিশ্বাস, ‘তরুণ প্রজন্মই ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে’।
- মোদির মুখে ডিজিট্যাল ইন্ডিয়ার কথা যুব দিবসের ভাষণেও। বললেন, ‘ডিজিটাল লেনদেনে ভারত অনেক এগিয়ে’। ‘ভারতে ৫০ হাজারেরও বেশি স্টার্ট আপ তৈরি হয়েছে। ভারত স্টার্ট আপের স্বর্ণযুগে প্রবেশ করছে’।
- মোদি বলেন, ‘কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে তরুণদের অসাধারণ ভূমিকা দেখা যাচ্ছে’। ‘১৫ থেকে ১৮ বছর বয়সীরা দ্রুত টিকা নিচ্ছেন, তাঁদের মধ্যে দায়িত্ববোধের পরিচয় স্পষ্ট’। সেই সঙ্গে তিনি বলেন, ‘সরকারের উচিত, তাঁদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা’
সকালেই ট্যুইটারে যুগনায়কের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ' আমি মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তাঁর জীবন ছিল জাতি গঠনের জন্য নিবেদিত। তিনি তরুণদের দেশ গঠনের কাজ করতে অনুপ্রাণিত করেছেন। আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসাথে কাজ করে যাই।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement