PM Modi Meeting: ওমিক্রন-উদ্বেগের মধ্যেই আজ বিকেলে মন্ত্রী পরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর
PM Modi Meeting:আজ মন্ত্রী পরিষদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিকেল চারটেয় এই বৈঠক হতে পারে বলে খবর। রিপোর্ট অনুসারে, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সমস্ত মন্ত্রীই।
![PM Modi Meeting: ওমিক্রন-উদ্বেগের মধ্যেই আজ বিকেলে মন্ত্রী পরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর PM Narendra Modi To Hold Council Of Ministers Meeting Today Key Points Assembly Elections Omicron Cases PM Modi Meeting: ওমিক্রন-উদ্বেগের মধ্যেই আজ বিকেলে মন্ত্রী পরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/2d230ab98fab12a168f1ba8774b8e7d7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা এ দেশেও বেড়েই চলেছে। এরইমধ্যে আজ মন্ত্রী পরিষদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিকেল চারটেয় এই বৈঠক হতে পারে বলে খবর। রিপোর্ট অনুসারে, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সমস্ত মন্ত্রীই। জানা যাচ্ছে, মন্ত্রী পরিষদের এই বৈঠকে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের করোনাভাইরাসজনিত অতিমারী পরিস্থিতির পর্যালোচনা করেছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী আধিকারিকদের ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি সংক্রান্ত উদ্বেগের পরিপ্রেক্ষিতে সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছিলেন।
এর আগে সরকার কোভিড-১৯ এর নতুন করে ছড়িয়ে পড়া রুখতে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ‘ওয়ার রুম’ তৈরি করে রাখতে বলেছিল।তিন গুণ বেশি সংক্রামক ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে সরকার কোভিড বিধি পালন নিশ্চিত করতে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। দিল্লি ও মুম্বইয়ের মতো শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। মঙ্গলবার দিল্লিতে নতুন করে ৪৯৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। গত ৪ জুনের পর এই সংখ্যা সর্বোচ্চ।
এছাড়াও আগামী বছরের শুরুর দিকেই উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। এই বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, দেশের ২১টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১। দিল্লিতে সবথেকে বেশি ২৪৮ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭।
এই পরিস্থিতিতে দুই টিকাকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DCGI। যে দুটি টিকা ছাড়পত্র পেয়েছে সেগুলি হল নোভাভ্যাক্স ও সেরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি কোভোভ্যাক্স এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি করবেভ্যাক্স। বুস্টার ডোজ হিসেবে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে করবেভ্যাক্সের। বড়দের ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে কোভোভ্যাক্স ও করবেভ্যাক্স, এই দুটি টিকা ব্যবহার করা যাবে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)