(Source: Poll of Polls)
PM Modi : সব গরিবকে এখন লাখপতি বলা যায়, রাজ্যসভায় বললেন মোদি
PM Modi in Rajyasabha : ' এখন গরিবেরও পাকা ঘর হচ্ছে। সব গরিবকে এখন লাখপতি বলা যায়।'
নয়াদিল্লি : রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । সোমবার লোকসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে তুলোধনা করেন নরেন্দ্র মোদি। বিদ্রুপের সুরে তিনি বলেন, ' দেখে মনে হয়, কংগ্রেস ১০০ বছরেও ক্ষমতায় আসতে চায় না।' পাল্টা প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন অধীর চৌধুরী সহ কংগ্রেস সাংসদরা। আজ রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ভাষণে তিনি জোর দিলেন করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা থেকে ৮০ কোটি পরিবারের জন্য বিনামূল্যে রেশনের বিষয়ে । ট৭৫ বছরের জমে থাকা খামতি মেটাতে হবে। সরকারি সহায়তা মূল্যে ফসল ক্রয়ে রেকর্ড। এখন গরিবেরও পাকা ঘর। গরিবকেও লাখপতি বলা যায়ট , রাজ্যসভায় দাবি মোদির।
রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজে যেটুকু খামতি আছে, তা দূর করতে হবে। ' এরপরই তিনি দেশে অতিমারী (Pandemic) পরিস্থিতির কথা তুলে ধরেন। বলেন' ১০০ বছরে সবথেকে বড় অতিমারী করোনা। ‘করোনা মোকাবিলায় ভারতের কাজের প্রশংসা করছে গোটা বিশ্ব। এই কৃতিত্ব একা সরকারের নয়, ১৩০ কোটি দেশবাসীর। ১০০ শতাংশ টিকাকরণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। ‘১০০ শতাংশ টিকাকরণ আমাদের দায়িত্ব’
করোনা কালে দেশবাসীকে বিনামূল্যে রেশনের ব্যবস্থার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর দাবি, ‘৮০ কোটি পরিবারের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রের তরফে’। তিনি বলেন, এখন গরিবেরও পাকা ঘর হচ্ছে। সব গরিবকে এখন লাখপতি বলা যায়। ৫ কোটি পরিবারে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়। এছাড়াও কেন্দ্র কৃষকদের লকডাউনের আওতার বাইরে রাখার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন মোদি। তিনি আরও বলেন -
- ‘স্টার্ট আপ প্রকল্পে বিশ্বে তৃতীয় স্থানে ভারত (India)’
- ‘জম্মু-কাশ্মীর হোক কিংবা ঝাড়খণ্ড উন্নয়নের গতি অব্যাহত’
- ‘আজ আন্তর্জাতিক খেলাধূলার মঞ্চ থেকে পদক আনছে দেশ’
- ‘আজকের দিনে অটলবিহারী বাজপেয়ীর কথা মনে পড়ছে খুব’
- ‘সরকারি সহায়তা মূল্যে রেকর্ড পরিমাণ ফসল কেনা হয়েছে’
- ‘ভারত এখন মোবাইল ফোন উত্পাদনে অগ্রণী ভূমিকায়’