এক্সপ্লোর

Presidential Election 2022: ইতিহাসের দোরগোড়ায় দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কৌতূহল বরাবরই, জেনে নিন কিছু অজানা তথ্য

16th Indian President Election 2022: সোমবার দেশের ষোড়শতম রাষ্ট্রপতি নির্বাচন। ভোটগণনা হবে ২১ জুলাই। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মোট ১১৫টি নাম জমা পড়েছিল।

ত্রিথেশ নন্দন: রাত পোহালেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022)। মুখোমুখি লড়ইয়ে জনজাতি নেত্রী দ্রৌপদী মুর্মু (Draupadimurmu) এবং যশবন্ত সিন্হা (Yashwant Sinha)। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রার্থী দ্রৌপদী। বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত। দ্রৌপদী জয়যুক্ত হলে জনজাতি সম্প্রদায় থেকে এই প্রথম কাউকে রাষ্ট্রপতি হিসেবে পাবে দেশ। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবেও দেশের ইতিহাসে নাম নথিভুক্ত হবে তাঁর। অন্য দিকে, দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ দিনের অভিজ্ঞতাসম্পন্ন যশবন্ত। সংখ্যার নিরিখে তাঁর জয়ের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু ভোটগ্রহণের ক্ষেত্রে যে কোনও মুহূর্তে পটপরিবর্তন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাত পোহালেই ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন

সোমবার দেশের ষোড়শতম রাষ্ট্রপতি নির্বাচন। ভোটগণনা হবে ২১ জুলাই। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মোট ১১৫টি নাম জমা পড়েছিল। স্ক্রুটিনি পর্ব পেরিয়ে দু’জনের নাম চূড়ান্ত হয়, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হা। তাঁদের মধ্যে থেকে যে কোনও একজনকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হবে। তবে এই ভোটগ্রহণের প্রক্রিয়া বেশ জটিল। ইলেক্টোরাল কলেজ রাষ্ট্রপতি নির্বাচন করে, লোকসভা এবং রাজ্য়সভার নির্বাচিত প্রতিনিধিরা ওই ইলেক্টোরাল কলেজের অংশ। এ ছাড়াও, প্রত্যেক রাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিনিধি, রাজধানী দিল্লি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচ্চেরীর নির্বাচিত জনপ্রতিনিধিরাও ভোটগ্রহণে অংশ নেবেন। কোনও মনোনীত জনপ্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের মিলিয়ে বর্তমানে ইলেক্টোরাল কলেজের মোট সদস্য সংখ্যা ৪,৮০৯। এর মধ্যে লোকসভার নির্বাচিত প্রতিনিধি ৫৪৩ জন। ২৩৩ জন রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি। বিধানসভার ৪,০৩৩ জন নির্বাচিত জনপ্রতিনিধি। তবে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার প্রতিনিধিদের ভোটমূল্যে বিস্তর ফারাক রয়েছে। লোকসভার একজন সদস্যের একটি ভোটের মূল্য ৭০০। সেই নিরিখে লোকসভার ৫৪৩ সদস্যের সম্মিলিত ভোটমূল্য ৩ লক্ষ ৮০ হাজার ১০০। রাজ্যসভার এক সদস্যের ভোটমূল্যও ৭০০। সেই নিরিখে ২৩৩ জনের সম্মিলিত ভোটমূল্য১ লক্ষ ৬৩ হাজার ১০০। সংসদের এই দুই কক্ষের সব সদস্যের সম্মিলিত ভোটমূল্য ৫ লক্ষ ৪৩ হাজার ২০০। অন্য দিকে, বিধানসভার ৪,০৩৩ জন নির্বাচিত প্রতিনিধির সম্মিলিত ভোটমূল্য ৫ লক্ষ ৫৩ হাজার ২৩১। রাজ্যের নিরিখে জনপ্রতিনিধিদের ভোটমূল্যেও ফারাক থাকে।

সেই সব ধরে, সংসদ, বিধানসভা মিলিয়ে ৪,৮০৯ জনের সম্মিলিত ভোটের মূল্য দাঁড়ায় ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১। এর মধ্যে এনডিএ-র সব সদস্যদের ভোটমূল্য ৬ লক্ষ ৬৩ হাজার ৬৩৪। বিরোধী শিবিরের সব সদস্যের সম্মিলিত ভোটমূল্য ৩ লক্ষ ৯২ হাজার ৫৫১। তবে এই পরিসংখ্যানে রদবদল অসম্ভব কিছু নয়। অনেকে ভোটপ্রক্রিয়ায় অংশই না নিতে পারেন, পক্ষ বদল করতে পারেন অনেকে, আবার ত্রুটিজনিত কারণে ভোট বাতিলও হতে পারে অনেকের।  ভোটমূল্যের নিরিখে তালিকার একেবারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখান থেকে লোকসভা এবং বিধানসভায় ১১১ জন সদস্য রয়েছেন। মাথাপিছু তাঁদের প্রত্য়েকের ভোটমূল্য ৭০০। আবার ৪০৩ জন বিধায়কদের প্রত্যেকের ভোটমূল্য ২০৮। সেই নিরিখে উত্তরপ্রদেশ থেকেই ১ লক্ষ ৬১ হাজার ৫২৪ মূল্যের ভোট যোগ হচ্ছে।

রাষ্ট্রপতি পদপ্রার্থী

১) দ্রৌপদী মুর্মু-এনডিএ প্রার্থী

ওড়িশার জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি।

যোগ্যতা-স্নাতক।  

ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল।

  • ২০১৫-র ১৮ মে থেকে ২০২১-এর ১৩ জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন।
  • ২০০০-২০০৪, ২০০৪-২০০৯, ওড়িশার দু’বারের বিধায়ক।
  • ২০০৭ সালে ওড়িশা বিধানসভায় সেরা বিধায়কের শিরোপা হিসেবে নীলকণ্ঠ পুরস্কার পান।

এ ছাড়াও, ওড়িশা সরকারের বাণিজ্য ও পরিবহণ, মৎস্য ও পশুসম্পদ বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন। ওড়িশা সেচ দফতরের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অরবিন্দ ইন্টেগ্রাল সেন্টারের শিক্ষিকা, বিজেপি-র জনজাতি শাখার সদস্য, বিজেপি-র জনজাতি শাখার রাজ্য সভাপতি এবং বিজেপি-র জনজাতি শাখার জাতীয় কর্মসমিতির সদস্য।

দ্রৌপদী জয়যুক্ত হলে—

  • জনজাতি সম্প্রদায় থেকে প্রথম কোনও রাষ্ট্রপতি পাবে দেশ।
  • স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি হবেন।
  • প্রতিভা পাটিলের পর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি পাবে দেশ।

২) যশবন্ত সিন্হা-বিরোধী প্রার্থী

  • প্রাক্তন আমলা।
  • ১৯৬০ ব্য়াচের আইএএস অফিসার।
  • ১৯৮৪ সালে প্রশাসনিক ক্ষেত্র থেকে ইস্তফা। জনতা পার্টির হাত ধরে সক্রিয় রাজনীতিতে যোগদান।
  • ১৯৮৮ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
  • ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চন্দ্রশেখরের মন্ত্রিসভার অর্থমন্ত্রী।
  • ২০০২-এর জুলাই মাস থেকে ২০০৪ সালের মে মাস পর্যন্ত অটলবিহারি বাজপেয়ী সরকারের বিদেশমন্ত্রী।
  • ১৯৯২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিজেপি-র সদস্য।

আরও পড়ুন: Vice President Candidate: উপরাষ্ট্রপতি পদে লড়াই! বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা

রাষ্ট্রপতি নির্বাচনের সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য—

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী একমাত্র রাষ্ট্রপতি- নীলম সঞ্জীবা রেড্ডি (১৯৭৭)
  • একমাত্র রাষ্ট্রপতি যিনি দু’বার পদে আসীন হন- রাজেন্দ্র প্রসাদ (১৯৫২,১৯৫৭)
  • দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি-জাকির হুসেন (১৯৬৭)
  • দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি- প্রতিভা দেবসিংহ পাটিল (২০০৭)
  • কার্যকাল চলাকালীনই মারা যান-জাকির হুসেন, ফখরুদ্দিন আলি আহমেদ
  • তফসিলি জাতির প্রথম রাষ্ট্রপতি- কে আর নারায়ণন
  • প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতি- এপিজে আবদুল কালাম
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF: মুখ্যমন্ত্রী
অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
Road Accident: বছরের শুরুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুই জেলায় মৃত্যু ৫ জনের
বছরের শুরুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুই জেলায় মৃত্যু ৫ জনের
Advertisement
ABP Premium

ভিডিও

Birbhum News: কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে হুমকির অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় তৃণমূল নেতাTMC News: বছরের শুরুতে মালদায় গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতাRG Kar Live: সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল CBI-এর। আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন CBI-এর।BCCI: বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি, আবেদন খারিজ বিসিসিআই-এর ইলেক্টোরাল অফিসারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF: মুখ্যমন্ত্রী
অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
Road Accident: বছরের শুরুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুই জেলায় মৃত্যু ৫ জনের
বছরের শুরুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুই জেলায় মৃত্যু ৫ জনের
Nadia News: জটিল রোগে আক্রান্ত একরত্তি, চিকিৎসায় প্রয়োজন ১৬ কোটির ইনজেকশন, ক্রাউড ফান্ডিংয়ের দ্বারস্থ মা-বাবা
জটিল রোগে আক্রান্ত একরত্তি, চিকিৎসায় প্রয়োজন ১৬ কোটির ইনজেকশন, ক্রাউড ফান্ডিংয়ের দ্বারস্থ মা-বাবা
IND vs AUS 5th Test: সিডনিতে নামার আগেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা, পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা ফাস্ট বোলার
সিডনিতে নামার আগেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা, পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা ফাস্ট বোলার
Malda TMC Leader Death: মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
RBI: এবার ৫০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, কী বলল RBI ?
এবার ৫০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, কী বলল RBI ?
Embed widget