PM to meet CM : ফের চোখ রাঙাচ্ছে করোনা, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
এই মুহূর্তে প্রতি ঘণ্টায় দেশে গড়ে অন্তত ১০০ জন করে সংক্রমিত হচ্ছেন। তাহলে কি দেশে করোনার চতুর্থ ঢেউ আসন্ন?
কলকাতা : তিনটি ধাক্কা বয়ে গিয়েছে দেশের ওপর দিয়ে। করোনা মহামারীর (Corona Pandemic) রেশ কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়ানোর মুখে ফের চোখ রাঙাচ্ছে কোভিড (Covid)। এই অবস্থায় ফের চিন্তিত দেশের শীর্ষ মহল। আজ বুধবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের (CM) সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী (PM)। বেলা ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
ফের চোখ রাঙাচ্ছে করোনা
গোটা বিশ্বেই ফের অল্প অল্প করে বাড়ছে করোনার প্রভাব। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ২০ হাজার ১৪৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯৯ লক্ষ ৪৬ হাজার ৬৬৭। ইতিমধ্যে করোনার একাধিক ধাক্কা বয়ে গিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর দিয়েই। ভারতের ওপর দিয়েও বয়ে গিয়েছে তিনটে ঢেউ। ক্রমশ করোনা ভাইরাসের বিষাক্ত প্রভাব কমলেও বেড়েছে সংক্রমণ ক্ষমতা। এই অবস্থায় আতঙ্কিত না হয়েও করোনাবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ বারবার দিচ্ছেন চিকিৎসক থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাঝে টানা দু'বছরের বিধিনিষেধ চলার পর চলতি এপ্রিল মাস থেকে তা উঠে গিয়েছে দেশে। ক্রমশ ছন্দে ফিরছে সবকিছু। এর মাঝে অবশ্য চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ।
চতুর্থ ঢেউয়ের শঙ্কা
এই মুহূর্তে প্রতি ঘণ্টায় দেশে গড়ে অন্তত ১০০ জন করে সংক্রমিত হচ্ছেন। তাহলে কি দেশে করোনার চতুর্থ ঢেউ আসন্ন? তৃতীয় ঢেউ যাওয়ার পর থেকে, করোনা-সতর্কতা ভুলেছেন অনেকেই! মুখ থেকে নেমেছে মাস্ক! উধাও সামাজিক দূরত্ব। ট্রেনে-বাসে বাদুরঝোলা ভিড়। যাদের সিংহভাগই মাস্কহীন। যে ছবি অনেকের মনেই আশঙ্কা তৈরি করেছে। একশ্রেণির মানুষের অসতর্কতার সুযোগে, গতবছর ঠিক এই সময়েই, ভারতে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। প্রাণ যায় লক্ষ লক্ষ মানুষের।
এই অবস্থায় দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেদিকেই নজর থাকবে সকলের ।
আরও পড়ুন- ফের চোখ রাঙাচ্ছে করোনা, পরিস্থিতি সামলাতে বিধি মানায় জোর চিকিৎসকদের