PM Modi Address: রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন?
রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ
রাত ৮.৪৫ এ করোনা নিয়ে মোদির ভাষণ, কী বলবেন? দেশে করোনা পরিস্থিতি ঘোরতর। রোজই বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু। বিভিন্ন রাজ্য থেকে শোনা যাচ্ছে, ভ্যাকসিন, অক্সিজেনের ঘাটতির অভিযোগ। সরকারি, বেসরকারি হাসপাতালে অপ্রতুল করোনা রোগীদের বেড। এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ রাজ্যের সরকার, চিকিত্সক থেকে সাধারণ মানুষের কপালে ।
হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ করোনায় নজিরবিহীন ভয়াবহতার চিত্র দেখছে দেশ। রবিবারই আড়াই লাখ পার করেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সংখ্যাটা ছিল তার থেকেও বেশি ৷ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷
ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে ছিল সকলের নজর। বিশেষত, লকডাউন ও পরিযায়ী শ্রমিক নিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে সকলেরই আগ্রহ। আগামী ১ মে থেকে খোলা বাজারে মিলবে ভ্যাকসিন, তবে কি ভ্যাকসিনের জন্যই নতুন কোনও নির্দেশিকা দেবেন মোদি ?
ঠিক রাত ৮.৪৫ এ ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করলেন, লকডাউন শেষ অস্ত্র। নিজেদেরই সাবধান হতে হবে। দেশের যুবসমাজ উদ্যোগী হলে, লকডাউনের পরিস্থিতি হবে না। সকলকে যথাসম্ভব বাড়িতে থাকার আবেদন জানালেন মোদি। তিনি আরও বলেন,
- অক্সিজেনের সঙ্কট মেটাতে সংবেদনশীলতার সঙ্গে কাজ চলছে
- কেন্দ্র, রাজ্য, বেসরকারি সংস্থা-সবাই একসঙ্গে কাজ করছে
- রাজ্যে নতুন অক্সিজেন প্ল্যান্ট, ১ লক্ষ সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ চলছে
- জানুয়ারির তুলনায় দেশে ওষুধের উৎপাদন বাড়ানোর কাজ চলছে
- বিশ্বের সবচেয়ে সস্তা ভ্যাকসিন উৎপাদন করছে ভারত