Prophet Remark Row : নুপূর শর্মার গ্রেফতারি দাবি, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ; পথে নামল পুলিশ-সিআরপিএফ
Nupur Sharma & Naveen Jindal's Remarks : বিক্ষোভকারীরা কোথাও ছুড়লেন পাথর, কোথাও আবার রাস্তায় আগুন জ্বালিয়ে সরব হলেন।

নয়া দিল্লি : নূপুর শর্মা (Nupur Sharma) ও নবীন জিন্দলের (Naveen Jindal) বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্ত। প্রতিবাদের ছবি ধরা পড়ল দিল্লি, কলকাতা, হায়দরাবাদ ও উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নিকটবর্তী অটলা এলাকায়। বিক্ষোভকারীরা কোথাও ছুড়লেন পাথর, কোথাও আবার রাস্তায় আগুন জ্বালিয়ে সরব হলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ও সিআরপিএফ মোতায়েন করা হয়।
প্রতিবাদের আগুন কোথায় কোথায় ?
দেশের অন্যতম বড় মসজিদ দিল্লির জামা মসজিদের বাইরে আজ বিক্ষোভ সামিল হয় একাংশ মানুষ। বিক্ষোভকারীরা নূপুর শর্মার গ্রেফতারির দাবি জানান। প্রায় এক ঘণ্টা পর তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-কে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ওই এলাকা থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন ; নূপুর শর্মার নামে এফআইআর দিল্লি পুলিশের, আর কার কার নাম?
Ludhiana | Protest against suspended BJP leader Nupur Sharma & Naveen Jindal over their inflammatory remarks
— ANI (@ANI) June 10, 2022
After a protest call by Ludhiana Jama Masjid, protests were held across Punjab demanding the arrest of those who disrespected the Prophet: Ludhiana’s Shahi Imam pic.twitter.com/f8Aj6qpyER
উত্তরপ্রদেশের অন্যতম বড় শহর প্রয়াগরাজে পাথর ছুড়তে দেখা যায় বিক্ষোভকারীদের।
#WATCH | Stones hurled during clashes in Atala area of UP's Prayagaraj over controversial remarks of suspended BJP leader Nupur Sharma and expelled BJP leader Naveen Kumar Jindal. pic.twitter.com/fZGmQYezs7
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 10, 2022
অন্যদিকে লুধিয়ানার জামা মসজিদের তরফে নুপূর শর্মা ও নবীন জিন্দলের বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদের ডাক দেওয়া হলে পাঞ্জাবের বিভিন্ন অংশে প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়। অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান তাঁরা।






















