Raj Thackeray: '৩ মে পর্যন্ত বন্ধ রাখতে হবে মসজিদের লাউড স্পিকার, অন্যথায়...', হুঁশিয়ারি রাজ ঠাকরের
Raj Thackeray Update: সরাসরি মহারাষ্ট্র সরকারকে এ নিয়ে বার্তা দিয়েছেন রাজ।
মুম্বই: ধর্মীয় শোভাযাত্রী ঘিরে দফায় দফায় হিংসা এবং উত্তেজনা ছড়িয়েছে গত কয়েক দিনে। সেই অশান্তির আবহে এ বার নায় মাত্রা যোগ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। ৩ মে পর্যন্ত মহারাষ্ট্রে সব মসজিদের লাউডস্পিকার (Mosque Loudspeaker) বন্ধ রাখার দাবি তুলেছেন তিনি। অন্যথায় আইন বিরুদ্ধ পদক্ষেপ করতেও যে তিনি পিছপা হবেন না, ঠারেঠোরে তেমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন।
মহারাষ্ট্র সরকারকে বার্তা রাজের
সরাসরি মহারাষ্ট্র সরকারকে এ নিয়ে বার্তা দিয়েছেন রাজ। তাঁর বক্তব্য, “৩ মে পর্যন্ত সমস্ত মসজিদে লাউডস্পিকার বন্ধ রাখতে হবে। অন্যথায়, আমরাও স্পিকারে হনুমান চালিশা বাজাব। এটি কোনও ধ্রীময় সমস্যা নয়, রাজনৈতিক সমস্যা। রাজ্য সরকারকে বলব, এ ব্যাপারে পিছু হটার প্রশ্ন নেই। যা পারো করে নাও।”
Loudspeakers in mosques should be shut till May 3rd otherwise, we will play Hanuman Chalisa in speakers. This is a social issue, not a religious one. I want to tell the state government, we will not go back on this subject, do whatever you want to do: MNS chief Raj Thackeray pic.twitter.com/H4ysJvCJym
— ANI (@ANI) April 12, 2022
রাজের দাবি, তিনি দাঙ্গা চান না। অশান্তিও নয়। কারও প্রতি ঘৃণা নেই তাঁর। কিন্তু ১২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মহারাষ্ট্রের সমস্ত মসজিদে এই নিয়ম চালু করতে হবে। তার জন্য সমস্ত মৌলবিকে ডেকে বোঝাতে হবে সরকারকে। তা নইলে হনুমান চালিশা বাজাবেন তাঁরাও। আর তাতেও যদি কাজ না হয়, তাহলে রাজের কথায়, “আমার পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি থেকো। আশআকরি তার প্রয়োজন পড়বে না।”
পুলিশ-প্রশাসনে ভয় পান না, জানালেন রাজ
তিনি পুলিশ-প্রশাসনকে ভয় পান না বলেও ঘোষণা করেছেন রাজ। তাঁর কথায়, “লাউড স্পিকারে কারও ক্ষতি হতে দেব না আমি। তার জন্য মামলা হলেও আপত্তি নেই। আগে থেকেই ১২৫ মামলা রয়েছে আমার বিরুদ্ধে। ৩ মে ইদের আগে লাউড স্পিকার না খুললে, পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি থেকো। ” রাজের এমন মন্তব্যে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি ক্ষমতাসীন শিবসেনার তরফে।