Rajasthan News: জলের পাত্র ছুঁয়ে ফেলেছিলেন, দলিত ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
Rajasthan Death News: চালি সিং নামে এক শিক্ষক তাকে মারধর করেন। মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে ওই পড়ুয়া।
নয়া দিল্লি: জলের পাত্র ছুঁয়ে ফেলায় দলিত ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। রাজস্থানের (Rajasthan) জালোরের (Jalore) বেসরকারি স্কুলে (Private School) ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষককে (Teacher) গ্রেফতার করেছে পুলিশ (Police)।
কী অভিযোগ?
ঘটনাটি ঘটেছে ২০ জুলাই। স্কুলের পানীয় জলের পাত্রে হাত দিয়েছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া ইন্দ্র মেঘাওয়াল। অভিযোগ, চালি সিং নামে এক শিক্ষক তাকে মারধর করেন। মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে ওই পড়ুয়া। তার কানে আঘাত লাগে। গতকাল আমদাবাদে সিভিল হাসপাতালে মৃত্যু হয় ওই দলিত ছাত্রের।
আরও পড়ুন, অনুব্রতের বাড়িতে ফের যজ্ঞের আয়োজন, নেতার নামেই হবে পুজো
তফশিলি আইনের আওতায় এবং খুনের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সে রাজ্যের শিক্ষা দফতর। জালোরের পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানিয়েছেন যে, ছাত্রটিকে বেধড়ক মারধর করা হয়েছিল। পানীয় জলের পাত্র ছোঁয়ায় মারধর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
जालौर के सायला थाना क्षेत्र में एक निजी स्कूल में शिक्षक द्वारा मारपीट के कारण छात्र की मृत्यु दुखद है। आरोपी शिक्षक के विरुद्ध हत्या व SC/ST एक्ट की धाराओं में प्रकरण पंजीबद्ध कर गिरफ्तारी की जा चुकी है।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 13, 2022
এই ঘটনার নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। ট্যুইটারে তিনি এই ঘটনার নিন্দা করেন। তিনি ট্যুইটে বলেন, "জালোরের সায়লা থানা এলাকায় একটি বেসরকারি স্কুলে শিক্ষকের মারে ছাত্রের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। খুন ও এসসিএসটি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে।’
#जालोर_पुलिस द्वारा त्वरित कार्यवाही कर #बालक_की_हत्या के मामले में निजी विद्यालय के #आरोपी_शिक्षक को लिया पुलिस #हिरासत मे।@RajCMO @PoliceRajasthan @DIPRRajasthan @Igp_Jodhpur @DmJalore @hva_ips pic.twitter.com/vjEj1fFOlF
— Jalore Police (@JalorePolice) August 13, 2022
তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত ছাত্র ইন্দ্রকুমারের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আরেকটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, "কেস অফিসার স্কিমের অধীনে ঘটনাটির দ্রুত তদন্ত এবং দোষীকে সাজা দেওয়া হবে ৷ অত্যাচারিত বাচ্চাটির পরিবারটি যাতে তাড়াতাড়ি বিচার পায়, তার ব্যবস্থা করা হচ্ছে ৷"