Rajasthan News: পুরুষের রাজ্যে এমন দস্তুর বুঝি! ধর্ষণে এক নম্বর কেন, সাফাই দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য রাজস্থানের মন্ত্রী
Rajasthan News: রাজস্থানের (Rajasthan Minister) মন্ত্রী শান্তি ধারিওয়াল (Shanti Dhariwal) এই কাণ্ড ঘটিয়েছেন, তা-ও আবার বিধানসভার অধিবেশন চলাকালীন।
জয়পুর: সব দিক থেকে পিছিয়ে, অথচ ধর্ষণে এক নম্বরে রাজ্য। তা নিয়ে আজব যুক্তি রাজস্থানের (Rajasthan News) মন্ত্রীর। পুরুষের রাজ্যে এমন ঘটনা ঘটতেই পারে বলে কার্যত সাফাই দিলেন তিনি। সমালোচনার মুখে পড়ে যদিও ক্ষমা চেয়ে নেন তিনি। মুখ ফস্কে বলে ফেলেছেন বলে জানান।
রাজস্থানের (Rajasthan Minister) মন্ত্রী শান্তি ধারিওয়াল (Shanti Dhariwal) এই কাণ্ড ঘটিয়েছেন, তা-ও আবার বিধানসভার অধিবেশন চলাকালীন। ধর্ষণ-সহ অপরাধমূলক ঘটনার নিরিখে রাজস্থান শীর্ষে বলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়। সেই নিয়ে প্রশ্নোত্তর চলাকালীন বুধবার বিধানসভায় বিতর্কিত মন্তব্য করেন শান্তি।
বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে শান্তি বলেন, “ধর্ষণের ঘটনার নিরিখে আমরা শীর্ষে রয়েছি। এ নিয়ে সত্যিই কোনও বিতর্ক নেই। ধর্ষণেই কেন এক নম্বর হল রাজ্য...কোথাও না কোথাও গলদ তো রয়েইছে। তবে হ্যাঁ রাজস্থান পুরুষের রাজ্য...কীই বা করা যায়।”
SHOCKING
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) March 9, 2022
DISGUSTING
BUT NOT SURPRISING
Rajasthan's cabinet minister laughs & says in the assembly that Rajasthan is number 1 in rape because it is a “state of men” (mardon ka pradesh). LEGITIMISING RAPE
AFTER KARNATAKA CONGRESS MLA NOW THIS
PRIYANKA VADRA SILENT pic.twitter.com/dBY8f7MBSy
শান্তি এমন মন্তব্য করতেই ফুঁসে ওঠেন বিরোধী বিধায়করা। নেটমাধ্যমেও তাঁর সেই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে তীব্র সমালোচনা শুরু হয়। শেষমেশ, বৃহস্পতিবার ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করেন শান্তি। তিনি বলেন, “চিরকাল মহিলাদের সম্মান করে এসেছি। সব কিছুতে তাঁদের যোগদানের পক্ষে সওয়াল করেছি। মুখ ফস্কে ওই কথা বেরিয়ে গিয়েছে। আসলে বলতে চেয়েছিলাম, এ রাজ্যে এমন রোগ কোথা থেকে এল।” হিন্দিদে রোগকে ‘মর্জ’ বলতে গিয়ে ‘মর্দ’ বলে ফেলেছেন বলেও দাবি করেন শান্তি।
কিন্তু শান্তির এই মন্তব্য ঘিরে বিতর্ক থামছে না। রাজস্থানে বিজেপি-র সভাপতি সতীশ পুনিয়া, দলের মুখপাত্র শেহজাদ তাঁৎ এই মন্তব্যের সমালোচনা করেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও শান্তিকে তীব্র ভর্ৎসনা করেন।