Rajinder Gupta: ৩০ টাকা দিয়ে ১৭ হাজার কোটির সাম্রাজ্য, ইনি পঞ্জাবের ধীরুভাই অম্বানি
Dhirubhai Ambani Of Punjab: কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। পঞ্জাবের ধিরুভাই অম্বানি বলা হয় এই শিল্পপতিকে।
Dhirubhai Ambani Of Punjab: মাত্র ৩০ টাকা দিয়ে ব্যবসার যাত্রা শুরু। প্রবল প্রতিকূলতার পথেও হাল ছাড়েননি তিনি। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। পঞ্জাবের ধিরুভাই অম্বানি বলা হয় এই শিল্পপতিকে।
Rajinder Gupta: কে এই রাজিন্দর গুপ্তা ?
পঞ্জাবে তাকে ধীরুভাই অম্বানি বলেই ডাকে শিল্পমহল। আসলে ১২ হাজার কোটির সম্পত্তির মালিকের নাম রাজিন্দর গুপ্তা। পঞ্জাবের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উঠে আসে এই শিল্পপতির নাম। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, রাজিন্দর গুপ্তার সম্পত্তি রয়েছে ১২,৩৬৮ কোটি টাকারও বেশি।
Dhirubhai Ambani Of Punjab: প্রতিদিন ৩০ টাকায় যাত্রা শুরু হয়েছিল
তবে শুরুটা সহজ ছিল না। ১৯৮০-র দশকে প্রতিদিন মাত্র ৩০ টাকায় সিমেন্টের পাইপ ও মোমবাতি তৈরি করে তাঁর ব্যবসা শুরু করেছিলেন রাজিন্দর। বড় ঝুঁকি নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন অভিষেক ইন্ডাস্ট্রিজ। পরবর্তীকালে যৌথ ব্যবসায় স্পিনিং মিল গড়ে তোলেন তিন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আজ কোম্পানির টার্নওভার ১৭ হাজার কোটি টাকা।
Rajinder Gupta: বড় শিল্পপতিদের মধ্যে নাম
রাজিন্দর গুপ্তা পঞ্জাব ও মধ্যপ্রদেশে তার ব্যবসা বাড়ান। গুপ্তা টেক্সটাইল, কাগজ ও রাসায়নিক খাতে বিশ্বব্যাপী নিজেদের জায়গা তৈরি করেছে। এখন গুপ্তার ট্রাইডেন্ট গ্রুপের ক্লায়েন্টদের মধ্যে রয়েছে Walmart, JCPNE ও Luxury & Linen।
Dhirubhai Ambani Of Punjab: পরিচালনা পর্ষদ ছেড়েছেন রাজিন্দর
২০২২ সালে ট্রাইডেন্টের পরিচালনা পর্ষদ ছেড়ে দিয়েছেন রাজিন্দর। পরিবার ও স্বাস্থ্যের উদ্বেগের কথা উল্লেখ করে এই কাজ করেন তিনি। তবে এখনও লুধিয়ানায় সদর দফতর সহ গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান তিনি। বর্তমানে রাজিন্দরের বয়স ৬৪ বছর।
Rajinder Gupta: পেয়েছেন পদ্মশ্রী সম্মান
গুপ্তা ট্রাইডেন্ট লিমিটেডের কর্পোরেট উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান ও ট্রাইডেন্ট গ্রুপের চেয়ারম্যান উভয়ের দায়িত্ব সামলান। ২০০৭ সালে ব্যবসা ও শিল্পের ক্ষেত্রে উন্নয়নের কারিগর হিসাবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।
আরও পড়ুন : PAN-Aadhar Linking: আয়কর বিভাগের বড় ঘোষণা,৩০ জুনের আগে করতে হবে এই কাজ