Republic Day 2022 Live : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লক
Republic Day 2022, Janpath Ground সকাল ১০টা ৫-এ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি। ১০টা ১৫-য় রাজপথে পৌঁছবেন তিনি।
LIVE
Background
নয়াদিল্লি: আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2022)। দেশের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে পালিত হবে দিনটি। দিল্লির রাজপথে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী (PM Modi)।
- সকাল ১০টা ৫-এ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি।
- ১০টা ১৫-য় রাজপথে পৌঁছবেন তিনি।
- ১০টা বেজে ১৮ মিনিটে রাজপথে পৌঁছনোর কথা উপরাষ্ট্রপতির।
- ১০টা ২১ থেকে ২৩-এ - রাজপথে পৌঁছবেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী।
- ১০টা ২৬-এ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত।
- ১০টা ২৮-এ জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামকে মরণোত্তর অশোক চক্র প্রদান করবেন রাষ্ট্রপতি।
- ১০.৩০-এ আকাশে বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার। একটিতে থাকবে তেরঙ্গা এবং অন্য তিনটিতে থাকবে সেনাবাহিনীর তিনটি শাখার পতাকা। হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি।
- ১১টা ৪৪-এ রাজপথে কুচকাওয়াজ শেষ।
৭৫ তম স্বাধীনতা দিবসের (Independece Day 2022) উদযাপন উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। দেখা যাবে ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য কলাকুম্ভ অনুষ্ঠান আয়োজিত হবে। নৃত্য পরিবেশন করবেন ৪৮০ জন শিল্পী।
সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি (President Kovind) রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। বিটিং দ্য রিট্রিটে অংশ নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক, অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, দেওয়া হবে অশোক চক্র, পরমবীর চক্র।
Republic Day Live : প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন-বার্তা ভারতে জাপানের দূত স্যান্টোসি সুজুকির
টোকিওয় ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে অভিনন্দন ভারতে জাপানের দূত স্যান্টোসি সুজুকির।
Republic Day Parade Live : উত্তরাখণ্ডের ট্যাবলোয় হেমকুন্দ সাহিব গুরুদোয়ারা, ডোবরা-চাঁতি সেতু এবং বদ্রীনাথ মন্দির
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উত্তরাখণ্ডের ট্যাবলোয় তুলে ধরা হল হেমকুন্দ সাহিব গুরুদোয়ারা, ডোবরা-চাঁতি সেতু এবং বদ্রীনাথ মন্দির।
Republic Day Live : বিশ্বের শ্রেষ্ঠ প্রজাতন্ত্রে পরিণত হয়ে উঠতে পারে ভারত, মন্তব্য ওড়িশার মুখ্যমন্ত্রী
আমাদের কথা ও কাজে যদি সংবিধানের মূল্য প্রতিধ্বনিত হয়, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ প্রজাতন্ত্রে পরিণত হয়ে উঠতে পারে ভারত, মন্তব্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের।
Republic Day Parade Live : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লক
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লক। সারাদিন রাজপথে বর্ণাঢ্য অনুষ্ঠান দেখেছে দেশবাসী।
[tw]
दिल्ली: गणतंत्र दिवस के मौके पर नॉर्थ ब्लॉक, साउथ ब्लॉक और राष्ट्रपति भवन को रंग-बिरंगी लाइटों से सजाया गया। #RepublicDay pic.twitter.com/Nw1Tr6p66r
— ANI_HindiNews (@AHindinews) January 26, 2022
[/tw]
Republic Day Live : লে-র পোলো গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন
লে-র পোলো গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করলেন স্থানীয়রা।