RBI banned Google Pay: গুগল পে-কে নিষিদ্ধ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক ? জানুন আসল সত্যটা কী
সম্প্রতি গুগল পে ও রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে ট্যুইটারে শুরু হয় ট্রেন্ডিং। যেখানে #GPayBannedByRBI নামে ট্রেন্ডিং দেখে চিন্তা বাড়ে পেমেন্ট অ্যাপের গ্রাহকদের। পরবর্তীকালে অবশ্য সামনে আসে আসল সত্য।
নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে ঘুরে বেড়াচ্ছিল সেই ভাইরাল ট্যুইট। গুগল পে-র ওপর রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিষেধাজ্ঞার সেই ট্যুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দেশে। যদিও পড়ে জানা যায়, এসব নেহাতই গুজব। এরকম কোনও নির্দেশ জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক।
এই ট্যুইট প্রসঙ্গে পেমেন্ট সিস্টেম অপারেটের এনপিসিআই জানিয়েছে, গুগল পে-কে নিষিদ্ধ ঘোষণার এরকম কোনও ফরমান জারি করেনি আরবিআই। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই খবরের কোনও সত্যতা নেই। গুগল পে-তে লেনদেন করা সুরক্ষিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনেই সেই কাজ করে থাকে কোম্পানি।
ভাইরাল ট্যুইট নিয়ে কী বলছে NPCI ?
দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে National Payment Corporation of India (NPCI)। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI তৈরি হয়েছে। লেনদেনের ক্ষেত্রে এই UPI ইন্টারফেস ব্যবহার করে গুগল পে, ফোন পে ছাড়াও পেটিএম-এর মতো অ্যাপগুলি। গুগল পে নিষিদ্ধ খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলে NPCI। তারা জানিয়ে দেয়, ভারতে গুগল পে-কে ব্যান করা হয়নি।
গুগল পে নিয়ে কী ট্রেন্ড চলছিল ট্যুইটারে ?
সম্প্রতি গুগল পে ও রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে ট্যুইটারে শুরু হয় ট্রেন্ডিং। যেখানে #GPayBannedByRBI নামে ট্রেন্ডিং শুরু হয়। যেখানে ট্রেন্ডিংয়ের সঙ্গে একটি রিপোর্টি প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বলা হয়, গুগলের কাছে পেমেন্ট সিস্টেম অপারেটর নেই। যদিও এই ট্যুইট ট্রেন্ডিং হতেই বিবৃতি প্রকাশ করে National Payment Corporation of India(NPCI)। তারা জানিয়ে দেয়, গুগল পে-তে টাকার লেনদেন করা সুরক্ষিত ও নিরাপদ। যদিও ট্রেন্ডিং ঘিরে ততক্ষণে পোস্ট হয়ে গিয়েছে একাধিক মিম। যা ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি তৈরি হয় মানুষের মধ্যে।
তবে এই প্রথমবার নয়। অতীতেও বিভিন্ন পেমেন্ট অ্যাপ নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। আদতে যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজিটাল পেমেন্ট পরিষেবা।অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবরের জেরে পেমেন্টে অ্যাপগুলির অথরিটি নিয়ে প্রশ্ন তুলেছে গ্রাহকরা। যদিও পরবর্তীকালে সত্য সামনে আসতেই ডিজিটাল পেমেন্ট অ্যাপে ভরসা রেখেছে গ্রাহককূল।