RBI Meeting: মুদ্রাস্ফীতি রুখতে কোন পথে হাঁটবে দেশ, সোমবার বসবে RBI-এর বৈঠক
Interest Rate Hike: সপ্তাহের শুরুতেই বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারক সভা (RBI MPC Meeting)। মুদ্রাস্ফীতি রুখতে কোন পথে হাঁটবে দেশ, তারই আলোচনা হবে এই বৈঠকে।
Interest Rate Hike: সপ্তাহের শুরুতেই বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারক সভা (RBI MPC Meeting)। মুদ্রাস্ফীতি রুখতে কোন পথে হাঁটবে দেশ, তারই আলোচনা হবে এই বৈঠকে। মূলত, ৬ তারিখেই জানা যাবে রেপো রেটের নতুন হার।
RBI Meeting: কত বাড়তে পারে রেপো রেট ?
রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই তিন দিনের বৈঠকে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার ফেডারেল রিজার্ভ সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর প্রভাব পড়বে ভারতে। সেই অনুয়ায়ী রিজার্ভ ব্যাঙ্ক পরবর্তী বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
Interest Rate Hike: কবে থেকে কত তারিখ বৈঠক
2023-24 আর্থিক বছরের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম MPC সভা 03 এপ্রিল থেকে শুরু হচ্ছে। সুদের হার নির্ধারণের জন্য RBI-এর আর্থিক নীতি কমিটি প্রতি দুই মাস অন্তর এই বৈঠক করে। এই বৈঠকের ফলাফল 06 এপ্রিল প্রকাশ করা হবে। এই বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন খুচরো মূল্যবৃদ্ধির হার এখনও রিজার্ভ ব্যাঙ্কের 06 শতাংশের রেঞ্জের উপরে রয়েছে। সুদের হার নির্ধারণের সময় রিজার্ভ ব্যাঙ্ক খুচরো মুদ্রাস্ফীতিকে সবচেয়ে বেশি বিবেচনা করে। এ ছাড়া কিছু দেশীয় ও বিশ্বের মন্দার কারণে কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে।
বিশ্বের অর্থনীতির প্রভাব ভারতের ওপর !
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী মনিটারি পলিসি কমিটির সভায় নীতিগত হারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কমিটি দুটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করবে। এর মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতির হার ও বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্ক, বিশেষ করে ইউএস ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সাম্প্রতিক পদক্ষেপের দিকে।
চিন্তা বাড়িয়েছে মুদ্রাস্ফীতির হার
দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক (RBI) 2022 সালের মে থেকে ক্রমাগত রেপো রেট বাড়িয়ে চলেছে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে বিশ্বে স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত হয়েছে। যে কারণে বহু দেশে মুদ্রাস্ফীতির হার বেড়ে গিয়েছে। খুচরো মুদ্রাস্ফীতি যা 2022 সালের নভেম্বর ও ডিসেম্বরে 6 শতাংশের নিচে ছিল, তা আবারও রিজার্ভ ব্যাঙ্কের 6 শতাংশের লক্ষ্য অতিক্রম করেছে। কনজিউমার প্রাইস ইনডেক্স ভিত্তিক মুদ্রাস্ফীতি জানুয়ারি মাসে 6.52 শতাংশে পৌঁছেছিল, যেখানে এটি ফেব্রুয়ারি মাসে 6.44 শতাংশে পৌঁছেছে।
রেপো রেট কত এখন
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত MPC বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এর ফলে রেপো রেট বেড়ে দাঁড়ায় 6.50 শতাংশে। মে 2022 থেকে এখন পর্যন্ত হার 2.50 শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন : Aadhaar Card : প্রতারকরা চুরি করছে আপনার আধারের তথ্য, কীভাবে রুখবেন জানেন ?